"প্রধানমন্ত্রী নই, আমি আপনাদের সেবক", বারাণসীতে মোদী

"প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেবক হিসেবে আজ আমি এসেছি বারাণসীতে"...এইভাবেই বারাণসীবাসীর হৃদয় জিতলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমনত্রী বক্তৃতাস্থলে পৌঁছনো মাত্রই 'হর হর মোদী', 'নরেন্দ্র মোদী জিন্দাবাদ', 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' স্লোগানে ভরে ওঠে বারণসীর আকাশ। তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এ দিন বারাণসীবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মোদী।

Updated By: Nov 7, 2014, 12:27 PM IST
"প্রধানমন্ত্রী নই, আমি আপনাদের সেবক", বারাণসীতে মোদী

ওয়েব ডেস্ক: "প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেবক হিসেবে আজ আমি এসেছি বারাণসীতে"...এইভাবেই বারাণসীবাসীর হৃদয় জিতলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমনত্রী বক্তৃতাস্থলে পৌঁছনো মাত্রই 'হর হর মোদী', 'নরেন্দ্র মোদী জিন্দাবাদ', 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' স্লোগানে ভরে ওঠে বারণসীর আকাশ। তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এ দিন বারাণসীবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মোদী।

উত্তর প্রদেশের অর্থনীতির ভিত শক্ত করার ওপর জোর দেন মোদী। মোট ১৬টি সমবায় ব্যাঙ্কের উন্নয়নের স্বার্থে এ দিন ২ হাজার ৩৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন মোদী। বক্তৃতায় বারাণসীর ঐতিহ্যের প্রসঙ্গও এ দিন তুলে ধরেন মোদী। বারানসীর প্রাচীন বস্ত্রশিল্প, বেনারসি শাড়ির উন্নয়নের উন্নয়নের স্বার্থে সাহায্যের কথাও উল্লেখ করেন তিনি। বক্তৃতা শুরুর আগে বড়া লালপুরে বারাণসীর হস্তশিল্প উন্নয়নের স্বার্থে ট্রেড ফেসিলিয়েশন সেন্টার অ্যান্ড ক্রাফ্ট মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদী।

শুক্রবার ও শনিবার বারাণসীতেই থাকবেন মোদী।

 

 

.