Covid-কালে ২০ হাজার কোটি খরচে কেন সেন্ট্রাল ভিস্তা? অবশেষে জবাব দিলেন PM Modi
অতিমারি পরিস্থিতির মধ্যেও ২০ হাজার কোটি টাকায় দিল্লির বুকে নতুন সংসদ ভবন 'সেন্ট্রাল ভিস্তা' তৈরি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছিল বিরোধীরা।
নিজস্ব প্রতিবেদন: কোভিডকালে বিপুল ব্যয়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণ নিয়ে বিরোধীদের নিশানায় পড়েছে মোদী সরকার (Modi Govt)। বৃহস্পতিবার রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রকের নতুন ভবন উদ্বোধন করে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর দাবি, সেন্ট্রাল ভিস্তার নামে মিথ্যা ছড়িয়েছে বিরোধীরা। আসল তথ্য গোপন করেছে।
প্রধানমন্ত্রী (PM Modi) এ দিন বলেন,'যারা সেন্ট্রার ভিস্তাকে নিশানা করছিল, তারা চালাকি করে তথ্য লুকিয়েছে। প্রকল্পের এটাও যে অংশ যেখানে সাত হাজারের বেশি সেনা অফিসার কাজ করেন, সেনিয়ে চুপ ছিল। ওরা জানত, সত্যি সামনে আসলেই ওদের মিথ্যা আর চলবে না। আজ দেশ দেখছে সেন্ট্রাল ভিস্তায় কেন বিনিয়োগ করেছি? এই আধুনিক অফিসে দেশের সুরক্ষা সংক্রান্ত সব রকম কাজ সম্ভব হবে। আর আধুনিক ডিফেন্স এনক্লেভ নির্মাণের দিকে এটা বড় পদক্ষেপ।'
২০১৪ সালে ক্ষমতায় আসার পর সরকারি অফিস ও সংসদ ভবনের বেহাল দশা লক্ষ্য করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়,'আমি চাইলে ২০১৪ সালেই এটা করতে পারতাম। কিন্তু জাতীয় যুদ্ধ স্মারক তৈরির পর সেন্ট্রাল ভিস্তা প্রকল্প শুরু করেছি। আগে স্মরণ করেছি শহিদ ও সাহসী সেনা অফিসারদের।' সেন্ট্রাল ভিস্তা নির্মাণের পিছনে তাঁর ভাবনাও ব্যক্ত করেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়,'দেশের রাজধানী আর পাঁচটা শহরের মতো নয়। বরং দেশের চিন্তাভাবনা, দায়বদ্ধতা, সংস্কৃতি ও ক্ষমতার ভরকেন্দ্র। ভারত গণতন্ত্রের মা। সে জন্য ভারতের রাজধানীর কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ।'
#WATCH | "People who were after Central Vista Project would be conveniently quiet on this, which is also part of Centra Vista... They knew their falsity would be exposed...," says PM Narendra Modi at the launch of New Defence Offices Complexes in Delhi pic.twitter.com/jIFNaVv55d
— ANI (@ANI) September 16, 2021
অতিমারি পরিস্থিতির মধ্যেও ২০ হাজার কোটি টাকায় দিল্লির বুকে নতুন সংসদ ভবন 'সেন্ট্রাল ভিস্তা' তৈরি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছিল বিরোধীরা। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছিলেন, ওই প্রকল্পকে থামিয়ে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করুক সরকার। এমনকি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে 'অত্যবশ্যকীয় পরিষেবা' হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতাও করেছিল কংগ্রেস। সমস্ত সমালোচনা উড়িয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে,'অর্থের কোনও ঘাটতি নেই। অগাস্ট পর্যন্ত টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত সকলে টিকা পাবেন।'
আরও পড়ুন- By-Poll: হিন্দুস্তান কখনও পাকিস্তান হবে না, বাংলাই রক্ষা করবে, হিন্দিভাষীদের বার্তা Mamata-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)