Natural Disaster: জলের তলায় স্পেন, মৃত্য়ুমিছিল!
Natural Disaster: প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় তলিয়ে গেছে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণপূর্বাঞ্চল। বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ তাঁদের উদ্ধারের কাজ চলছে ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের পৃথিবীতে জলবাযুর খামখেয়ালিপনা একের পর এক বিপদ ডেকে এনেছে । শুকিয়ে যাচ্ছে অ্যামাজন। বালিময় সাহারার অনেকাংশ ঢাকছে সবুজ গাছপালায়। হিমালয়ে বরফ অথবা আন্টার্টিকার গ্লোসিয়া গলছে ক্রমশ। ফুসছে সাগর। ঝড়ের আনাগোনা। এখন তাই প্রায় রোজের ঘটনা। সেই বিপর্যয়েই আর এক রূপ দেখালো ইউরোপ। ভেসে গেলো স্পেন ।
আরও পড়ুন : বদলের বাংলাদেশে আতসকাচের নীচে সাংবাদিকরা! তদন্তে রোজগার...
প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় তলিয়ে গেছে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণপূর্বাঞ্চল। বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ তাঁদের উদ্ধারের কাজ চলছে । ভারি বৃষ্টি ও শিলাবৃষ্টিতে দেশটির একাধিক অঞ্চলে দ্রুত বন্যার সৃষ্টি হয়েছে সেখান থেকেই এই বিপত্তি। ভ্যালেন্সিয়ার কাছে চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। স্পেনের আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, মঙ্গলবার মাত্র আট ঘণ্টায় ভ্যালেন্সিয়া অঞ্চলের চিভায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এক বছরের গড় বৃষ্টির সমান। এদিকে স্থানীয় কর্মকর্তারা জানান, এখনই মোট মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা 'অসম্ভব'। মারাত্মক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে গোটা দেশজুড়েই বন্যার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ এখনো নিখোঁজ থাকায় এক হাজারেরও বেশি সেনা সদস্য উদ্ধার কাজে নেমেছে।
আরও পড়ুন : '২৬০ মাইল' দূর থেকে এল দীপাবলির শুভেচ্ছা! মহাকাশ থেকে কী বার্তা সুনীতা উইলিয়ামসের...
জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীরা কিছু অঞ্চলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন। তাঁরা ড্রোন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত লেতুর পৌর এলাকায় নিখোঁজদের সন্ধান করছেন বলে স্প্যানিশ সরকারি টিভি চ্য়ানেল টিভিইকে স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস টোলন বলেন, 'প্রথম অগ্রাধিকার নিখোঁজদের খুঁজে বের করা।'
আরও পড়ুন : বাংলাদেশের ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বন্যার জলের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেতু ভেঙে পড়ছে, রাস্তা দিয়ে গাড়িগুলো ভেসে যাচ্ছে। কিছু ভিডিওতে স্রোত থেকে বাঁচার জন্য় মানুষকে গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে। এ ছাড়া স্থানীয় রেডিও ও টিভি চ্য়ানেলগুলোতে শত শত ফোন এসেছে, যেগুলোতে বন্যার জলে আটকে পড়া বা প্রিয়জনদের খোঁজ পাওয়ার জন্য সাহায্য চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়ার অনেক মানুষ ট্রাক, গাড়ি, ছাদ ও সেতুতে উদ্ধারকারীদের অপেক্ষায় রাত কাটিয়েছেন।
স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা এএমইটি ভ্যালেন্সিয়া অঞ্চলে লাল সতর্কতা ও আন্দালুসিয়ার কিছু অংশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানায়, ভ্যালেন্সিয়া অঞ্চলে এত প্রবল বৃষ্টির কারণ ছিল উচ্চস্তরে বিচ্ছিন্ন নিম্নচাপ। এতে বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঠাণ্ডা বাতাস জমে থাকে, যার নিচে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হলে আবহাওয়া খুবই অস্থিতিশীল হয়ে ওঠে। যার ফলে গভীর মেঘ ও আরো প্রবল বৃষ্টিপাত হয়।
বন্যায় পরিবহন ব্যবস্থায়ও ব্যাঘাত ঘটেছে। ভ্যালেন্সিয়ায় নামার কথা ছিল—এমন বেশ কয়েকটি ফ্লাইট অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে সব ট্রেনসেবা স্থগিত বলে জানিয়েছে জাতীয় রেল অবকাঠামো পরিচালনা সংস্থা এডিআইএফ। অন্যদিকে ভ্যালেন্সিয়া সিটি হল জানিয়েছে, বুধবার সব স্কুল ও খেলাধুলার অনুষ্ঠান স্থগিত থাকবে এবং পার্কগুলোও বন্ধ থাকবে।
আরও পড়ুন : ভুগছেন একাধিক অসুখে, করাতে হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, বিলেত যাচ্ছেন খালেদা জিয়া
স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ এক্দেসে ওয়া পোস্টে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে এক পোস্টে নিখোঁজদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জনগণকে কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলতে অনুরোধ জানিয়ে বলেন, 'প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকুন ।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)