অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হচ্ছে বিজয়ওয়াড়া
অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হচ্ছে বিজয়ওয়াড়া। বৃহস্পতিবার একথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হচ্ছে বিজয়ওয়াড়া। বৃহস্পতিবার একথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
রাজ্য বিধানসভায় এই কথা ঘোষণা করেন নাইডু।
অনুমান করা হচ্ছিল এই সপ্তাহের প্রথমেই বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের রাজধানীর মর্যাদা পাবে। সূত্রে খবর, জ্যোতিবির্দা অনুযায়ীই পিছিয়ে গিয়েছিল বিজয়ওয়াড়ার নাম ঘোষণা।
বিজয়ওয়াড়ার রাজধানী মর্যাদা পাওয়ার গুঞ্জনেই গুন্টুর ও বিজয়ওয়াড়া শহরে জমির দাম বর্তমানে আকাশ ছুঁয়েছে।
যদিও বিরোধীরা চন্দ্রবাবুর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।
চলতি বছরের জুন মাসে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে নয়া রাজ্যের মর্যাদা পেয়েছে তেলেঙ্গানা। আগামী ১০ বছর হায়দরাবাদ এই দুই রাজ্যের যৌথ রাজধানী থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সময়ে তেলেঙ্গানা বার বার হায়দরাবাদের একক দখলের দাবি তুলেছে।
চন্দ্ররাবু নাইডু জানিয়েছেন বিজয়ওয়াড়াকে তিনি সিঙ্গাপুরের ধাঁচে গড়ে তুলবেন।