Vande Bharat Express: বন্দে ভারতে চড়ে এবার এক রাতেই কাশ্মীর, কবে থেকে চালু, ভাড়া কত?...

Vande Bharat Express: বন্দে ভারতে থাকছে তিন ধরনের সফরের ব্যবস্থা। এগুলি হল এসি ৩ টায়ার, এসি ২ টায়ার ও এসি ফাস্ট ক্লাস

Updated By: Oct 6, 2024, 04:01 PM IST
Vande Bharat Express: বন্দে ভারতে চড়ে এবার এক রাতেই কাশ্মীর, কবে থেকে চালু, ভাড়া কত?...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের নতুন একটি সংস্করণ আনছে ভারতীয় রেল। এটি হবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন। ওই নতুন বন্দে ভারত পাচ্ছে জম্মু ও কাশ্মীর। ট্রেনটি চলবে দিল্লি ও শ্রীনগরের মধ্যে। ট্রেনটি চালাবে উত্তর রেল। এনিয়ে রেলের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রেনটি চলবে দিল্লি ও জম্মু-কাশ্মীরের রাজধানীর মধ্যে।

আরও পড়ুন-দক্ষিণবঙ্গের উপরে চড়াও ঘূর্ণাবর্ত, তবে পুজোয় স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস

নয়া দিল্লি-শ্রীনগরে বন্দে ভারত স্লিপার

নয়া দিল্লি-শ্রীনগর বন্দে ভারত পাড়ি দেবে ৮০০ কিলোমিটার।

ওই দূরত্ব যেতে বন্দে ভারতের সময় লাগবে ১৩ ঘণ্টারও কম সময়।

দিল্লি থেকে ওই ট্রেন ছাড়বে সন্ধে সাতটায়। শ্রীনগরে পৌঁছবে সকাল আটটায়।

যেসব স্টেশনে বন্দে ভারত থামবে সেগুলি হল আম্বালা জংশন, লুধিয়ানা জংশন, কাঠুয়া, জম্মু-তাওয়াই, কাটরা, সঙ্গলদান, বানিহাল।

নয়া দিল্লি-শ্রীনগর বন্দে ভারতে থাকছে তিন ধরনের সফরের ব্যবস্থা। এগুলি হল এসি ৩ টায়ার, এসি ২ টায়ার ও এসি ফাস্ট ক্লাস।

এসি থ্রি টায়ারে ভাড়া হতে পারে ২০০০ টাকা, এসি ২ টায়ারে ভাড়া হতে পারে ২৫০০ টাকা এবং এসি ফাস্ট ক্লাসে ভাড়া হতে পারে ৩০০০ টাকা।

ট্রেনটি চালু হবে ২০২৫ সালে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.