আগামী দীপাবলির মধ্যেই অযোধ্যায় তৈরি হয়ে যাবে রাম মন্দির, ইঙ্গিত মোহন্ত নিত্য গোপাল দাসের

Updated By: Oct 20, 2017, 03:23 PM IST
আগামী দীপাবলির মধ্যেই অযোধ্যায় তৈরি হয়ে যাবে রাম মন্দির, ইঙ্গিত মোহন্ত নিত্য গোপাল দাসের

নিজস্ব প্রতিবেদন: পরের বছর দীপাবলির আগেই অযোধ্যায় তৈরি হয়ে যাবে রামমন্দির। দীপাবলি দিন এহেন ইঙ্গিত দিলেন রাম জন্মভূমি ন্যাসের চেয়ারম্যান নিত্য গোপাল দাস। বৃহস্পতিবার তিনি বলেন, 'পরের দীপাবলিতে রামমন্দিরের ভিতরে থাকবেন রামলালা।''

বুধবার অযোধ্যায় সরযূর তীরে দীপাবলি উজ্জাপনের পর বৃহস্পতিবার বিতর্কিত রাম জন্মভূমিতে রামলালার মন্দিরে পুজো দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পর রাম জন্মভূমি ন্যাসের সভাপতি নিত্য গোপাল দাসের সঙ্গে দেখা করেন তিনি। এর পর নিত্য গোপাল দাস দাবি করে, 'রাম মন্দির তৈরি হতে খুব দেরি নেই। পরের দীপাবলিতে রামলালা রাম মন্দিরের ভিতরে থাকবেন।' তবে দু'দিনের অযোধ্যা সফরে রাম মন্দির তৈরি নিয়ে একটি কথাও বলেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন - 'কেদারনাথের দুর্গতদের পাশে থাকায় চাপে পড়েছিল কংগ্রেস', দেবভূমিতে দাঁড়িয়ে কটাক্ষ মোদীর

যোগীর তাঁর সঙ্গে সাক্ষাত্ করার পর সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খোলেন মোহন্ত নিত্য গোপাল দাস। তিনি বলেন, রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরির সময় সমাগত। তাই আগে থেকেই দীপাবলি উজ্জাপন করে স্বাগত জানানো হল। নিত্য গোপাল দাসের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনকালেই রাম মন্দির তৈরি হবে বলে আমরা নিশ্চিত। আগামী দীপাবলিতে রাম লালা রাম মন্দিরের মধ্যে বিরাজ করবেন।'

বলে রাখি আগামী ৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হবে রাম জন্মভূমি মামলার শুনানি। এর আগে এক রায়ে রাম জন্মভূমির বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করতে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

.