মালেগাঁও বিস্ফোরণ মামলায় হাজিরা থেকে রেহাই দিন, এনআইএ আদালতে খারিজ প্রজ্ঞা সিংয়ের আবেদন

আদালতে প্রজ্ঞা জানিয়েছেন, মুম্বই বা মুম্বইয়ের কাছাকাছি তাঁর থাকার কোনও জায়গা নেই

Updated By: Jun 20, 2019, 07:28 PM IST
মালেগাঁও বিস্ফোরণ মামলায় হাজিরা থেকে রেহাই দিন, এনআইএ আদালতে খারিজ প্রজ্ঞা সিংয়ের আবেদন

নিজস্ব প্রতিবেদন: মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে ফের ধাক্কা খেলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। ওই মামলায় তাঁকে আদালতে হাজিরা দিতেই হবে। বৃহস্পতিবার একথা জানিয়ে দিল এনআইএর বিশেষ আদালত।

আরও পড়ুন-প্ররোচনামূলক মন্তব্য করবেন না; ভাটপাড়া ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিস, আবেদন স্বরাষ্ট্র সচিবের

এক সময়ে অসুস্থতার জন্য আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তা খারিজ হয়ে যায়। সম্প্রতি তিনি আদালতে আবেদন করেছিলেন তিনি সাংসদ হয়েছেন তাই নিয়মিত আদালতে হাজিরা দিতে পারবেন না। সেই আবেদন খারিজ করে দিয়েছে এনআইএ আদালত।

আদালতে প্রজ্ঞা জানিয়েছেন, মুম্বই বা মুম্বইয়ের কাছাকাছি তাঁর থাকার কোনও জায়গা নেই। বর্তমানে তাঁর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। এই অবস্থায় মুম্বইয়ে তাঁর পক্ষে থাকার জায়গা করা খুব একটা সোজা নয়। আদালত প্রজ্ঞার ওই যুক্তিকে আমল দেয়নি।

আরও পড়ুন-'পুলিস এক রাউন্ডও গুলি চালায়নি, বাবা-ছেলে মিলে এসব করছে ভাটপাড়ায়', অর্জুনকে জবাব জ্যোতিপ্রিয়র

উল্লেখ্য, ২০০৮ সালের ওই মামলায় প্রজ্ঞা ছাড়াও কর্ণেল পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিকর, সুধাকর দ্বিবেদি ও সমীর কুলকার্নী জামিনে ছাড়া পেয়েছেন। বর্তমানে প্রজ্ঞার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছে।

.