পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানার চার্জশিট দিল NIA

পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানার চার্জশিট দিল NIA। চার্জশিটে জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে মৌলানা মাসুদ আজহারের নাম রয়েছে। মাসুদ আজহারের ভাই রউফ আসগর ও জঙ্গি গোষ্ঠী জইশ-এ-মহম্মদের দুই মাথা এই হামলায় সরাসরি যুক্ত। চার্জশিটে একথাই উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে নিহত জঙ্গিদেরও। পঞ্জাবের পঞ্চকুলা আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গত দোসরা জানুয়ারি পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় মারা যান বায়ুসেনা ও NSG-র সাত কর্মী। হামলার পরেই মাসুদ আজহার ও জইশ-এ-মহম্মদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে চাপ বাড়ায় ভারত। যদিও, পাক নাগরিক আজহারকে বাঁচাতে ভেটো দেয় চিন। অন্যদিকে, যৌথ তদন্তের নামে পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল এসে পাঠানকোট সেনাঘাঁটিতে ঘুরে যায়। NIA চার্জশিটে মাসুদ আজহারের নাম থাকায় পাকিস্তানের ওপর চাপ বাড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Updated By: Dec 19, 2016, 06:49 PM IST
পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানার চার্জশিট দিল NIA

ওয়েব ডেস্ক: পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানার চার্জশিট দিল NIA। চার্জশিটে জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে মৌলানা মাসুদ আজহারের নাম রয়েছে। মাসুদ আজহারের ভাই রউফ আসগর ও জঙ্গি গোষ্ঠী জইশ-এ-মহম্মদের দুই মাথা এই হামলায় সরাসরি যুক্ত। চার্জশিটে একথাই উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে নিহত জঙ্গিদেরও। পঞ্জাবের পঞ্চকুলা আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গত দোসরা জানুয়ারি পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় মারা যান বায়ুসেনা ও NSG-র সাত কর্মী। হামলার পরেই মাসুদ আজহার ও জইশ-এ-মহম্মদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে চাপ বাড়ায় ভারত। যদিও, পাক নাগরিক আজহারকে বাঁচাতে ভেটো দেয় চিন। অন্যদিকে, যৌথ তদন্তের নামে পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল এসে পাঠানকোট সেনাঘাঁটিতে ঘুরে যায়। NIA চার্জশিটে মাসুদ আজহারের নাম থাকায় পাকিস্তানের ওপর চাপ বাড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আরও পড়ুন গুজরাটের এই চা বিক্রেতার কাছ থেকে কত টাকার সম্পত্তি পাওয়া গেল জানেন?

আরও পড়ুন জাতীয় সঙ্গীত চলার সময় তৃণমূল বিধায়ক ফোনে কথা বলছেন দেখুন!

.