অটোমোবাইল শিল্পে মন্দার জন্য দায়ী ওলা-উবর: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
গত দু'দশকে অটোমোবাইলের বৃদ্ধির হার ঠেকেছে তলানিতে।
নিজস্ব প্রতিবেদন: অটো সেক্টরে মন্দার জন্য ক্যাব পরিষেবা সংস্থাগুলিকে কাঠগড়ায় তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার সীতারমন সাংবাদিকদের বলেন,''বিএস৬ শ্রেণির বাহনের বিক্রিতে ভাটার কারণে প্রভাবিত হয়েছে অটোমোবাইল সেক্টর।''
ভারতের অটোমোবাইল শিল্পের রাজধানী চেন্নাইয়ে দ্বিতীয় মোদী সরকারের একোশ দিনের সাফল্য তুলে ধরেন নির্মলা সীতারমন। গত দু'দশকে অটোমোবাইলের বৃদ্ধির হার ঠেকেছে তলানিতে। অটোমোবাইল সেক্টরে মন্দা নিয়ে প্রশ্ন করা হয় অর্থমন্ত্রীকে। সীতারমন জবাব দেন,''২ বছর আগে পর্যন্তও অটোমোবাইল সেক্টরে বিক্রিবাটা ভালোই হচ্ছিল। ঊর্ধ্বগামী বৃদ্ধির ধারা বজায় ছিল। ভারত স্টেজ ৫ বাহন আসার পর প্রভাবিত হয়েছে অটোমোবাইল।''
অ্যাপ নির্ভর ক্যাপ পরিষেবাও দায়ী বলে মনে করেন অর্থমন্ত্রী। তাঁর কথায়,''যুব সম্প্রদায়ের মনোভাবের পরিবর্তন হয়েছে। গাড়ি কিনে ইএমআই দেওয়ার বদল ওলা, উবরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ব্যবহার করছে তারা। এর পাশাপাশি মেট্রোর মতো গণপরিবহণ ব্যবস্থাও ব্যবহার করছে নতুন প্রজন্ম।''
Finance Minister Nirmala Sitharaman: Automobile industry is now affected by BS6 and the mindsets of millennial, who now prefer to have Ola or Uber rather than committing to buying an automobile pic.twitter.com/6KEecyopH3
— ANI (@ANI) September 10, 2019
টানা ১০ মাস ধরে ক্রমশ কমছে যাত্রিবাহী যানের বিক্রি। তা কমেছে ৩১.৫৭ শতাংশ। গত ২১ বছরে সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে অগাস্টে।
উত্সবের মরসুমের আগে কি গাড়ির উপরে পণ্য ও পরিষেবা করের হার কমবে? সীতারমন বলেন,''জিএসটি হার কমানোর দাবি উঠেছে। কিন্তু এব্যাপারে আমি কিছু বলতে পারি না। সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।'' জানা গিয়েছে, জিএসটি পরিষদে গাড়ির উপরে জিএসটির হার কমানোর প্রস্তাব রাখতে চলেছে সরকার। ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হতে পারে ১৮ শতাংশ। ২০ সেপ্টেম্বর গোয়ায় হতে চলেছে জিএসটি পরিষদের বৈঠক।
আরও পড়ুন- ভিডিয়ো: কাশ্মীর ভারতের রাজ্য, ৭২ বছর পরে রাষ্ট্রসঙ্ঘে স্বীকার করে নিল পাকিস্তান