Noida: ২১ তলার ছাদে বন্ধুদের সঙ্গে জমাটি আড্ডায় মগ্ন কিশোর, তারপরই...
ছেলেটিকে দ্রুত শান্তি গোপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার পকেটে একটি সুইসাইড নোট আবিষ্কার করেন। এই ঘটনা প্রাথমিকভাবে আত্মহত্যার দিকে ইঙ্গিত করলেও পুলিস অন্য কোনও সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজিয়াবাদে এটিএস অ্যাডভান্টেজ সোসাইটির একটি আবাসিনের ফ্ল্যাট বাড়ির ২১ তলা থেকে পড়ে একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে কারণ ছেলেটির পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনাটিকে ঘিরে সম্ভাব্য সব অ্যাঙ্গেল নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে বলেও পুলিসের তরফে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা শেষবার ছেলেটিকে তার দুই বন্ধুর সঙ্গে ওই বাড়ির ২৪ তলায় কথা বলতে ও ছবি তুলতে দেখা গিয়েছে। ওই ছেলেটির এক বন্ধু জানিয়েছেন যে নিহত ওই কিশোরের কাজ ছিল, এবং বেরিয়ে যায় আগেই। কয়েক মিনিট পরে, তারা বিল্ডিংয়ের নীচে গোলমাল দেখতে পান এবং বুঝতে পারেন যে তাদের বন্ধু ২১ তলা থেকে পড়ে গিয়েছে।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ইন্দিরা গান্ধীকে গুলিতে ঝাঁঝরা করেছিল বাবা, ছেলে এবার ভোটের ময়দানে...
ছেলেটিকে দ্রুত শান্তি গোপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার পকেটে একটি সুইসাইড নোট আবিষ্কার করেন। এই ঘটনা প্রাথমিকভাবে আত্মহত্যার দিকে ইঙ্গিত করলেও পুলিস অন্য কোনও সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না।
স্বাধীন কুমার সিং, পুলিস সুপার, ইন্দিরাপুরম বলেন, ‘আমরা খবর পেয়েছি যে একটি ছেলে ২১ তলা থেকে লাফ দিয়েছে। ছেলেটির বয়স ১৭ বছর। সে বন্ধুর সঙ্গে দেখা করতে ATS সোসাইটিতে গিয়েছিল। তার বন্ধুরা জানিয়েছে যে সে কোনও কাজে নীচে নেমেছিল’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)