বউ পেটানো ঠিক? NFH সমীক্ষায় বাংলার অধিকাংশ মহিলাই বলছেন ঠিক!

নারী-পুরুষ দুই তালিকাতেই সবার শেষে হিমাচলপ্রদেশ।

Updated By: Nov 29, 2021, 01:19 PM IST
বউ পেটানো ঠিক? NFH সমীক্ষায় বাংলার অধিকাংশ মহিলাই বলছেন ঠিক!

নিজস্ব প্রতিবেদন: ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে-৫। সার্ভেতে দেশের অন্তত তিনটি রাজ্যের ৭৫ শতাংশেরও বেশি মহিলা মেনে নিয়েছেন স্ত্রীর গায়ে হাত তোলার মধ্যে যুক্তি রয়েছে! 

তেলেঙ্গানার ৮৪ শতাংশ, অন্ধ্র প্রদেশের ৮৪ শতাংশ ও কর্ণাটকের ৭৭ শতাংশ মহিলা বউ পেটানো স্বামীদের পাশে দাঁড়িয়েছেন। পুরুষদের ক্ষেত্রে এ বিষয়ে কর্নাটক শীর্ষে। সেই রাজ্যের প্রায় ৮২ শতাংশ পুরুষ মনে করেন, স্বামী স্ত্রীকে মারতেই পারেন, কোনও দোষ নেই! আশার আলো এক পাহাড়ি রাজ্যে। নারী-পুরুষ দুই তালিকাতেই সবার শেষে হিমাচলপ্রদেশ। এ রাজ্যের মাত্র ১৪.২ শতাংশ পুরুষ এবং ১৪.৮ শতাংশ মহিলা মনে করেন, বউ পেটানোর কাজটা ঠিক! 

২০১৯-২১ সাল সময়-পর্বে দেশ জুড়ে চালানো হয়েছিল ন্যাশনাল ফ্যামিলি হেল্থ-এর এই সমীক্ষাটি। সমীক্ষায় পুরুষ-নারী নির্বিশেষে প্রশ্ন করা হয়েছিল, স্বামীর পক্ষে স্ত্রীকে পেটানো কি যুক্তিযুক্ত? এর উত্তরে দেশের ১৪টি রাজ্য় ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অন্তত ৩০ শতাংশ মহিলা উত্তর দিয়েছেন-- হ্য়াঁ! আর পশ্চিমবঙ্গে ৪৪ শতাংশ মহিলা মনে করেন স্ত্রীকে পেটানোর মধ্যে যুক্তি রয়েছে। মহিলারা তাঁদের এই উত্তরের পিছনে যুক্তিও খাড়া করেছেন। যদিও সেই সব যুক্তি শুনে অবশ্য হতবাক অনেকেই।

কীরকম যুক্তি?

তাঁরা বলছেন, বেশ কয়েকটি কারণের জেরে মূলত বউরা স্বামীর হাতে মার খান। যেমন, শ্বশুরবাড়ির প্রতি অশ্রদ্ধা প্রকাশ, স্বামীকে না বলে বাইরে যাওয়া, ঘর-সংসার ও বাচ্চাদের প্রতি অবহেলা দেখানো, স্বামীর সঙ্গে তর্ক করা, স্বামীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে অনীহা প্রকাশ করা, ভালো রান্না করতে না পারা ইত্যাদি কাজের ফলস্বরূপ স্বামীরা তাঁদের স্ত্রীদের গায়ে হাত তুলতেই পারেন।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Parliament Winter Session: হট্টগোলের মাঝে ধ্বনিভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল, মুলতুবি সংসদ

.