রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল পাকিস্তান, সাধারণ ঘটনা, জানাল বিদেশমন্ত্রক
পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দিল ভারতের বিদেশমন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: পাক রাষ্ট্রদূতের দেশে ফেরা সাধারণ ঘটনা বলে জানাল বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন,'' রাষ্ট্রদূত সোহেল মাহমুদকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। এটা খুবই সাধারণ ঘটনা।''
নয়াদিল্লিতে তাদের রাষ্ট্রদূত সোহেল মাহমুদকে উত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। সে নিয়ে আলোচনার জন্য তাঁকে ইসলামাবাদে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। অভিযোগ, অন্তত ২৬টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে নয়াদিল্লিতে রাষ্ট্রদূতের বাসভবনে। তাঁর দুই শিশুকেও উত্যক্ত করা হয়েছে।পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের দাবি,''পাকিস্তানি কূটনীতিকদের হুমকি দেওয়ার ঘটনা বেড়ে চলেছে। তা ঠেকাতে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে ভারত সরকার।''
আরও পড়ুন- গোটা দেশের চেয়েও পশ্চিমবঙ্গে অধিক হারে বাড়ছে আরএসএস
পাকিস্তানের অভিযোগ উড়িয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন,''পাক রাষ্ট্রদূতে দেশে ফিরে যাওয়ার পিছনে যে কথা বলা হচ্ছে, তাতে আমি আশ্চর্য হয়েছি। তাঁকে রুটিন বৈঠকে ডাকা হয়েছে। ভারত থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়নি।''
I am surprised why is this question being raised. He has been called for consultation. This is pretty normal & routine. It is not a recall: Raveesh Kumar, MEA Spokesperson on Pakistan High Commissioner Sohail Mahmood pic.twitter.com/TbpGtcLMmw
— ANI (@ANI) March 15, 2018
পাকিস্তানের অভিযোগ নিয়ে রবীশ কুমার বলেন,''এই বিষয়ে পাক সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কূটনৈতিক স্তরে কথাবার্তা চালানো হচ্ছে। এনিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করব না। আশা করছি, বিষয়টির নিস্পত্তি হবে।'' এরইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, তা নিশ্চিত করতে হবে পাকিস্তানকে।
We want that our Commission in Islamabad functions smoothly, the officials are not harassed, their work is not obstructed & that the Vienna Convention of Diplomatic Relations, 1961 is abided by: Raveesh Kumar, MEA Spokesperson pic.twitter.com/ry8sfEW24c
— ANI (@ANI) March 15, 2018
শোনা যাচ্ছে, মাসখানেক আগে পাকিস্তানে রাত তিনটে নাগাদ ভারতের উপ-রাষ্ট্রদূতের দরজার ঘণ্টা বেজে ওঠে। এটা পাক নিরাপত্তারক্ষীদের কাজ বলেই মনে করছে নয়াদিল্লি। এরপর পাকিস্তানের উপ-রাষ্ট্রদূত হায়দর শাহের দরজার ঘণ্টাও কয়েকদিন ধরে রাত তিনটেয় বাজানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে পাকিস্তান।
আরও পড়ুন- ত্রিপুরার চরিলাম আসনে রেকর্ড মার্জিনে জিতল বিজেপি