শিবসেনা বিধায়কের কাছে পাকিস্তানের ক্রেডিট কার্ড! 'সুযোগ' ছাড়লেন না কঙ্গনা

আর্থিক তছরুপির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

Updated By: Dec 12, 2020, 05:53 PM IST
শিবসেনা বিধায়কের কাছে পাকিস্তানের ক্রেডিট কার্ড! 'সুযোগ' ছাড়লেন না কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন- মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই সময় শিবসেনার বিধায়ক প্রতাপ সরনায়েক তাঁকে পাল্টা বলেছিলেন, এবার কঙ্গনা মুম্বইতে এলে আমাদের মহিলা কর্মীরা তাঁর মুখ ভেঙে দেবে। সেই সরনায়েকের কাছ থেকে এবার পাকিস্তানের ক্রেডিট কার্ড উদ্ধার করল ইডি। আর্থিক তছরুপির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বেশ কিছু জায়গা থেকে বেআইনি পদ্ধতিতে টাকা আদায়ের অভিযোগও ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সরনায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।

আরও পড়ুন-  'জামাই পেটানোর তকমা বাঙালির', নাড্ডা-মল্লিকার বিবাহবার্ষিকীতে প্রচার গেরুয়া শিবিরের

স্বাভাবিকভাবেই সরনায়েকের কাছ থেকে পাকিস্তানের ক্রেডিট কার্ড উদ্ধারের পর ফোঁস করেছেন কঙ্গনা। শিবসেনা বিধায়কক পাল্টা দেওয়ার সুযোগ ছাড়েননি তিনি। কঙ্গনা বলেছেন, এই ব্যক্তি একটা সময় আমার মুখ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভারত পাকিস্তান না হয়ে যায় আপনারাই দেখবেন। শিবসেনা বনাম কঙ্গনা লড়াই যে এখনও চলছে তা পরিষ্কার। বারবারই শিবসেনার নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন অভিনেত্রী। কঙ্গনার মুখ ভেঙে দেওয়ার হুমকির পর সরনায়েকের বিরুদ্ধে সরব হয়েছিলেন জাতীয় মহিলা আয়োগের প্রধান রেখা শর্মা। তিনি বলেছিলেন, একজন মহিলা সম্পর্কে এমন আপত্তিজনক মন্তব্য করায় সরনায়েককে অবিলম্বে গ্রেফতার করা উচিত।

 

.