সীমান্তে ফের গুলির লড়াই
বৃহস্পতিবার থেকে বিএসএফের গুলিতে পাঁচ পাক রেঞ্জার নিহত হয়েছে। শুক্রবার সন্ধে থেকে ফের একবার শান্তি চুক্তি ভেঙে সীমান্তে গুলি চলছে।
শ্রীনগর: বৃহস্পতিবার থেকে বিএসএফের গুলিতে পাঁচ পাক রেঞ্জার নিহত হয়েছে। শুক্রবার সন্ধে থেকে ফের একবার শান্তি চুক্তি ভেঙে সীমান্তে গুলি চলছে।
বিএসএফ পোস্টগুলি নিশানা করে গুলি চালাচ্ছে পাক সেনা। চলছে মোটর শেলিং। দুটি সেক্টরে শনিবার সকালেও গুলির শব্ধ শোনা যায়।
পাকিস্তান বারবার শান্তি চুক্তি ভঙ্গ করার সাহস দেখাচ্ছে। এই অবস্থায় কড়া অবস্থান ভারতেরও। সীমান্ত সুরক্ষা বাহিনীকে হামলার কড়া জবাব দিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
গত মঙ্গলবার পাকিস্তান রেঞ্জারদের গুলিতে প্রাণ যায় এক বি এস এফ জওয়ানের। সেই থেকে সীমান্ত অশান্ত হয়েছে উঠেছে।