হানিপ্রীতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল পঞ্চকুলার আদালত

Updated By: Oct 13, 2017, 06:26 PM IST
হানিপ্রীতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল পঞ্চকুলার আদালত

নিজস্ব প্রতিবেদন: হানিপ্রিতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল পঞ্চকুলা আদালত। শুক্রবার পুলিশ হেফাজত শেষে তাঁকে আদালতে পেশ করা হলে ২৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর পঞ্চকুলা হিংসায় অন্যতম অভিযুক্ত হানিপ্রীত। পুলিশের দাবি, ওই হিংসায় প্রত্যক্ষ মদত ছিল হানিপ্রীতের। ঘটনায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছিল। তার প্রায় ৩৮ দিন পর গত ৩ অক্টোবর পঞ্জাব-হরিয়ানা সীমান্ত থেকে হানিপ্রীতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। সেই থেকে পুলিশ হেফাজতে ছিলেন তিনি।

আরও পড়ুন, গুরুংপন্থীদের সঙ্গে গুলির লড়াই, মৃত্যু পুলিস আধিকারিকের

পুলিশের দাবি, জেরায় হানিপ্রীত জানিয়েছেন, রাম রহিম গ্রেফতার হওয়ার পর কী ভাবে হামলা চালানো হবে তার রুট ম্যাপ ঠিক করেছিলেন হানিপ্রীত। তার বিরুদ্ধে ইতিমধ্যেই দেশদ্রোহের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ এখনো সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।

আরও পড়ুন - পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনয় তামাং

শুক্রবারও হানিপ্রীতকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তদন্ত করার জন্য হেফাজতে চায় পুলিশ। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। বদলে হানিপ্রীতের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

.