পেট্রোলের দাম কমছে ২ টাকা

আজ মাঝরাত থেকে পেট্রোলের দাম কমছে লিটার পিছু দু`টাকা। গত ৯ মাসে এই প্রথম এক ধাক্কায় দু`টাকা দাম কমল পেট্রোলের। কলকাতায় দাম কমে দাঁড়াল লিটারে ৭৮ টাকা ৩৪ পয়সা।

Updated By: Mar 15, 2013, 08:29 PM IST

আজ মাঝরাত থেকে পেট্রোলের দাম কমছে লিটার পিছু দু`টাকা। গত ৯ মাসে এই প্রথম এক ধাক্কায় দু`টাকা দাম কমল পেট্রোলের। কলকাতায় দাম কমে দাঁড়াল লিটারে ৭৮ টাকা ৩৪ পয়সা।
আগের ঘোষণা অনুযায়ী ডিজেলের দাম বাড়ার কথা লিটারে ৪০ থেকে ৫০ পয়সা। তবে আপাতত সেই বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এবছরের ফেব্রুয়ারি মাসে  লিটারে ১ টাকা ৫০ পয়সা এবং মার্চের ২ তারিখ লিটারে ১ টাকা ৪০ পয়সা পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল। এই হিসাবের মধ্যে অবশ্য ভ্যাট ধরা হয়নি। তবে মার্চ মাসে দামবৃদ্ধির প্রতিবাদে সংসদে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। সে কারণেই এবার ডিজেলের দামবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হল বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণেই কমানো হল পেট্রোলের দাম, জানানো হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পক্ষে।

.