Fact Check: এধরনের ৫০০ টাকার নোট কি চলবে না?

বিভ্রান্তি কাটাতে আসরে নামে PIB।

Updated By: Dec 7, 2021, 05:28 PM IST
Fact Check: এধরনের ৫০০ টাকার নোট কি চলবে না?

নিজস্ব প্রতিবেদন : ৫০০ টাকার নোট নিয়ে বিভ্রান্তি। বিভ্রান্তির সূত্রপাত একটি ভিডিয়ো ঘিরে। যেখানে এক ধরনের ৫০০ টাকার নোটকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। আর তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে সব বিভ্রান্তি দূর করে দিয়েছে PIB।

ভিডিয়োতে বলা হয়েছে যে, যে ৫০০ টাকার নোটের মহাত্মা গান্ধীর ছবির পাশে গ্রিন স্ট্রিপ রয়েছে, সেগুলি গ্রহণ করবেন না। কারণ ওগুলো নাকি ভুয়ো নোট! এই ভিডিয়ো ভাইরাল হতেই বিভ্রান্তি ছড়ায়। শেষে বিভ্রান্তি কাটাতে আসরে নামে PIB। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে PIB স্পষ্ট জানিয়েছে যে, এটা পুরোটাই গুজব। এর পিছনে কোনও যুক্তি বা ভিত্তি নেই।

PIB একদম স্পষ্ট জানিয়েছে যে, ২ ধরনের ৫০০ টাকার নোট-ই আসল। একধরনের নোটে হয়তো গ্রিন স্ট্রিপটা মহাত্মা গান্ধীর ছবির পাশে রয়েছে। আরেক ধরনের নোটে হয়তো গ্রিন স্ট্রিপটা রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের সইয়ের পাশে রয়েছে। দুটোই ব্যবহারযোগ্য। দুটোরই মূল্য এক।

আরও পড়ুন, LPG Cylinder: গৃহস্থের জন্য বড় খবর, রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App