কোভিড ভ্যাকসিন কীভাবে বণ্টন? পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর

সামনের বছরের গোড়াতেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Updated By: Nov 21, 2020, 12:12 AM IST
কোভিড ভ্যাকসিন কীভাবে বণ্টন? পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: কোভিড ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হল ওই বৈঠকে। টুইট করে সেকথা জানালেন খোদ প্রধানমন্ত্রী। 

সামনের বছর শুরুতেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এ দিন পর্যালোচনা বৈঠকে করোনার টিকা উৎপাদন ও বণ্টন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। টুইটারে লেখেন, টিকাকরণে অগ্রাধিকার, হিমঘরের পরিকাঠামো, টিকার ব্যবস্থা ও প্রযুক্তির প্ল্যাটফর্ম নিয়ে পর্যালোচনা হয়েছে। 

প্রধানমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন তৈরির কৌশল নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। আলোচনা হয়েছে ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়া, অনুমতিদানের ব্যবস্থা ও সংগ্রহ নিয়েও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন,"সামনের বছরের গোড়াতেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। জুন-জুলাই মাসের মধ্যে ২৫ থেকে ৩০ কোটি ভারতবাসীকে করোনার ভ্যাকসিন দিয়ে দেওয়া সম্ভব হবে।" 

আরও পড়ুন- আর কয়েক মাসের মধ্যেই আসছে কোভিড ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

.