টুইটারে জনপ্রিয়তায় ওবামা, পোপের পরই মোদি

জনপ্রিয়তায় এারও এক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের জননেতাদের জনপ্রিয়তায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। টুইটারে তাঁর প্রোফাইলে ফলোয়ারের সংখ্যামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পোপের পরই রয়েছেন মোদি।

Updated By: Jul 3, 2014, 11:54 PM IST

জনপ্রিয়তায় এারও এক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের জননেতাদের জনপ্রিয়তায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। টুইটারে তাঁর প্রোফাইলে ফলোয়ারের সংখ্যামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পোপের পরই রয়েছেন মোদি।

গত মাসেই চতুর্থ স্থানে ছিলেন মোদি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এস বি যুধ্যোনোকে জনপ্রিয়তায় পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন মোদি। ওবামার ফলোয়ারের সংখ্যা ৪৩.৯ মিলিয়ন, পোপের ১৪ মিলিয়ন, মোদির ৫.০৯ মিলিয়ন। টুইটার বিবৃতিতে জানিয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে দেশের জনতার সঙ্গে যোগাযোগ রেখে চলতে ও তাদের ভাবনাচিন্তা বুঝতে মোদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন।

ভারতে ৫ দিনের সফরে এসে গতকাল ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ জানান, `লাইকস`-এর বিচারে জনপ্রিয়তায় মোদি রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর প্রোফাইলে লাইকের সংখ্যা ১৮.৯ মিলিয়ন। টুইটার জানিয়েছে লোকসভা নির্বাচনের সময় প্রায় ৬০ মিলিয়ন নির্বাচন সংক্রান্ত টুইট করা হয়েছে। টুইটের বিচারে আপ ও কংগ্রেসকে অনেক পিছনে ফেলে দিয়েছে বিজেপি। গণনার দিন ২ মিলিয়ন টুইটের অর্ধেকই ছিল মোদি ও বিজেপি সংক্রান্ত।

ভোটের দিন মোদির টুইট `ইন্ডিয়া হ্যাজ ওন`(India has won!) এখনও পর্যন্ত ভারতের সর্বাধিক শেয়ার হওয়া টুইট।

.