‘কংগ্রেস কি শুধু মুসলিম পুরুষদের দল?’ তালাক ইস্যুতে মোদীর নিশানায় কংগ্রেস
প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্র মুসলিম মহিলাদের জীবনযাত্রার মান আরও সহজ ও উন্নত করার চেষ্টা করছে। অন্যেরা মহিলাদের জীবন বিপন্ন করে তুলেছে। বিশেষ করে মুসলিম মহিলাদের।’
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর এক মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দেশের মুসলিম প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘একসময়ে কংগ্রেস মুসলিমদের দল ছিল।’ সেই মন্তব্যকেই অস্ত্র করে তুললেন মোদী। তবে প্রধানমন্ত্রী আক্রমণের আসল লক্ষ ছিল তিন তালাক ইস্যু।
শনিবার উত্তরপ্রদেশের আজমগড়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি প্রশ্ন তোলেন, ‘কংগ্রেস কি শুধু মুসলিম পুরুষদের দল নাকি মহিলাদেরও সেখানে অধিকার রয়েছে?’
I have read in newspaper that Congress President has said that Congress is a party of Muslims, I am not surprised by this. All I want to ask is, is their party only for Muslim men or for women too? Ye log sansad mein kanoon dabakar baith jaate hain: PM Narendra Modi pic.twitter.com/xfiEbakWaY
— ANI UP (@ANINewsUP) July 14, 2018
আরও পড়ুন-পুলিসের কাছে শিশু বিক্রির কথা স্বীকার করলেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনী
প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রে পড়ছিলাম কংগ্রেস সভাপতি বলেছেন কংগ্রেস মুসলিমদের দল। ওই কথা শুনে একটুকুও অবাক হইনি। আমার শুধু একটাই প্রশ্ন রয়েছে, কংগ্রেসের শুধু কি মুসলিম পুরুষদেরই দল নাকি সেখানে মহিলাদেরও অধিকার রয়েছে!’
তিন তালাক ইস্যুতে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিন তালাক ইস্যু কংগ্রেসের আসল রূপ প্রকাশ করে দিয়েছে। একদিকে কেন্দ্র মুসলিম মহিলাদের জীবনযাত্রার মান আরও সহজ ও উন্নত করার চেষ্টা করছে। অন্যেরা মহিলাদের জীবন বিপন্ন করে তুলেছে। বিশেষ করে মুসলিম মহিলাদের।’
আরও পড়ুন-মেধাতালিকা প্রকাশ করল প্রেসিডেন্সি, তবুও অব্যাহত পড়ুয়া বিক্ষোভ
উল্লেখ্য, বাদল অধিবেশনে তিন তালাক বিল পাস করাতে মরিয়া চেষ্টা করবে সরকার। ইতিমধ্যেই বিলটি লোকসভায় পাস হয়ে রয়েছে। আটকে রয়েছে রাজ্যসভায়। এবার রাজ্যসভা থেকে সেটিকে বের করার চেষ্টা করবে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।