সংসদ সচল রাখার আর্জি প্রধানমন্ত্রীর

দ্বিতীয় দফায় বাজেট অধিবেশনের শুরুর দিন সাংসদদের সহযোগিতা করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ দিন সংসদে যাওয়ার পথে প্রধানমন্ত্রী বলেন, "আমরা সমস্ত বিষয়ে আলোচনা করতে রাজি।" সেইসঙ্গে অধিবেশনের সমস্ত কাজ সুষ্ঠু ভাবে হবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

Updated By: Apr 22, 2013, 12:11 PM IST

দ্বিতীয় দফায় বাজেট অধিবেশনের শুরুর দিন সাংসদদের সহযোগিতা করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ দিন সংসদে যাওয়ার পথে প্রধানমন্ত্রী বলেন, "আমরা সমস্ত বিষয়ে আলোচনা করতে রাজি।" সেইসঙ্গে অধিবেশনের সমস্ত কাজ সুষ্ঠু ভাবে হবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
ওদিকে সোমবার প্রতিবাদে উত্তাল হয় সংসদ। টুজি স্পেকট্রাম কাণ্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটির পেশ করা রিপোর্টের ভিত্তিতে সরকার পক্ষকে কোণঠাসা করে বিরোধীরা। কয়লা দুর্নীতিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী জড়িত থাকার ঘটনায়, তাঁর পদত্যাগের দাবিতে সরব হন সাংসদরা। দিল্লিতে পরপর ধর্ষণের ঘটনা নিয়ে প্রথমেই উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন স্পিকার মীরা কুমার। তারপরই সাংসদরা এই ঘটনার প্রতিবাদে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। গণ্ডগোলের জেরে বেলা ১২ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায়।
অর্থ বিল সহ একাধিক বিল পাশ করানোর জন্য সরকার পক্ষের হাতে রয়েছে ১৩ দিন। তবে আগামী দিনগুলোতেও সংসদ অচল থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

.