কানহাইয়ার জামিনের শুনানি পিছিয়ে কাল
দিল্লি হাইকোর্টে কানহাইয়া কুমারের জামিনের আবেদনের শুনানি পিছোল। আগামিকাল আবেদনের শুনানি হবে। দিল্লি পুলিশের আইনজীবী জানিয়েছেন, তাঁরা কানহাইয়ার জামিনের বিরোধিতা করবেন।
ওয়েব ডেস্ক: দিল্লি হাইকোর্টে কানহাইয়া কুমারের জামিনের আবেদনের শুনানি পিছোল। আগামিকাল আবেদনের শুনানি হবে। দিল্লি পুলিশের আইনজীবী জানিয়েছেন, তাঁরা কানহাইয়ার জামিনের বিরোধিতা করবেন।
আগে বি এস বাসি জানিয়েছিলেন, দিল্লি পুলিস জামিনের বিরোধিতা করবে না। এরপর দিল্লি সরকার নিযুক্ত আইনজীবীদের সরিয়ে নতুন আইনজীবী নিয়োগ করেন উপরাজ্যপাল। তখনই পরিস্কার হয়ে যায়, আদালতে কানহাইয়ার জামিনের বিরোধিতা করতে চলেছে দিল্লি পুলিস।
দিল্লি পুলিসের এসপি সাফ জানিয়েছেন, বাসি যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মতামত। দেশদ্রোহিতার অভিযোগ সামনে রেখেই কানহাইয়ার জামিনের আবেদনের বিরোধিতা করবে দিল্লি পুলিস। এদিকে, আজ দিল্লি হাইকোর্ট পুলিসকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। পুলিসের তরফে আজ একটি রিপোর্ট এবং ভিডিও ফুটেজ পেশ করা হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দাবি করা হয়েছে, ওই দিন মঞ্চে উপস্থিত ছিলেন কানহাইয়া। কানহাইয়াকে দোসরা মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। গত শুক্রবার জামিনের আবেদন করেন এই ছাত্রনেতা।