বিতর্কের মধ্যেই টিপু সুলতানের প্রশংসা করলেন রামনাথ কোবিন্দ

Updated By: Oct 25, 2017, 07:31 PM IST
বিতর্কের মধ্যেই টিপু সুলতানের প্রশংসা করলেন রামনাথ কোবিন্দ

নিজস্ব প্রতিবেদন: বিতর্কের মধ্যেই মাইসুরুর রাজা টিপু সুলতানকে প্রশংসায় ভরালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কর্ণাটক বিধানসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় বুধবার রাষ্ট্রপতি বলেন,''ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন 'মাইসুরুর বাঘ' টিপু সুলতান। ১৭৮২ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন হায়দর আলির ছেলে।''

রাষ্ট্রপতি আরও বলেন, ''রকেট প্রযুক্তির পথিকৃত্ ছিলেন টিপু সুলতান। পরে সেই প্রযুক্তি ব্যবহার করেছিলেন ইউরোপিয়রা।'' রাষ্ট্রপতির ভাষণের সময় হাততালি দিয়ে তাঁর এই বক্তব্যকে স্বাগত জানান অধিকাংশ বিধায়ক।

২০১৫ সাল থেকে টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন করছে কংগ্রেস। এই অনুষ্ঠান নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিজেপি। তাদের দাবি, টিপু সুলতান গণহত্যাকারী, ধর্ষক ছিলেন। দিন কয়েক আগে কেন্দ্রীয়মন্ত্রী অনন্তকুমার হেগড়ে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ খারিজ করেন। তিনি জানান, টিপু সুলতান ছিলেন নৃশংস গণহত্যাকারী, ধর্মান্ধ ও ধর্ষক। তা নিয়েও একচোট বিতর্কের সৃষ্টি হয়। এর বিরুদ্ধে আইনি পথে যাওয়ার ভাবনাচিন্তা করছে কলকাতায় বসবাসরত টিপুর বংশধররা।
 
আরও পড়ুন, গুজরাট, হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়ের আভাস সমীক্ষায়  

.