রাহুলের 'চৌকিদার চোর হ্যায়' কটাক্ষকে হাতিয়ার করে স্ট্রাইক মোদীর

২৫ লক্ষ নিরাপত্তারক্ষীদের সঙ্গে অডিও ব্রিজের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Updated By: Mar 20, 2019, 05:50 PM IST
রাহুলের 'চৌকিদার চোর হ্যায়' কটাক্ষকে হাতিয়ার করে স্ট্রাইক মোদীর

নিজস্ব প্রতিবেদন: 'চৌকিদার চোর হ্যায়' কটাক্ষে মোদীকে বিঁধতে শুরু করেছেন রাহুল গান্ধী। বিরোধীদের 'গালি'কে ফের 'গয়না' বানিয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ম্যাঁ ভি চৌকিদার' বলে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। নামের আগে 'চৌকিদার' ব্যবহার করছেন প্রধানমন্ত্রী-সহ দলের ছোট-বড় নেতারা। বুধবার দেশের ২৫ লক্ষ নিরাপত্তা কর্মীর সঙ্গে অডিও ব্রিজের মাধ্যমে কথা বললেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীকে ফোনে জনৈক মহিলা অভিযোগ করেন, 'চৌকিদারদের চোরের নজরে দেখছেন বহু মানুষ। চৌকিদারদের হেয় করা হচ্ছে'। প্রধানমন্ত্রী জবাব দেন,''ব্যক্তিগত স্বার্থে কয়েক মাস ধরে গালিগালাজ শুরু করেছেন অনেকে। চৌকিদারকে চোর তকমা দিয়েছেন। দেশের চৌকিদারদের চোর বলেছেন। আমার নামে গালি দিলে ঠিক ছিল। সেই হিম্মত ওদের নেই। কিন্তু চৌকিদারদের চোর বলছেন। হতাশা, নিরাশায় ডুবে থাকা লোক আগামিদিনে আরও এমন সব বলবেন। চৌকিদারদের বদনাম করার নতুন পন্থার আশ্রয় নেবেন। সজাগ থাকতে হবে। চারদিকে পরিবেশ বদলে গিয়েছে''। 'ম্যাঁ ভি চৌকিদার' কর্মসূচির কথা মনে করিয়ে নরেন্দ্র মোদী মনে করিয়ে দেন, ''গোটা দেশে চৌকিদার শব্দ দেশভক্তির সমার্থক হয়ে গিয়েছে। এটা প্রথমবার নয়। কাজের লোককে বদনাম করা স্বভাব নামী লোকেদের। এটা অসহিষ্ণুতা। কাজের লোক প্রধানমন্ত্রী হলে এভাবে অপমান করবেন! নাম নয়, নিজের কাজে মানুষ বড় হয়। দেশের প্রতি নিষ্ঠা, সমর্পণ নিয়ে এগিয়ে যেতে হবে। সন্তানদের বড় করতে হবে''।

পুলওয়ামার পর ভারত যে এয়ার স্ট্রাইক করার হিম্মত দেখিয়েছে, সেজন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ওডিশার এক নিরাপত্তারক্ষী। মোদীর কথায়,''ধন্যবাদ আপনাকে। সেনার উপরে গর্ব হওয়া উচিত। টুকরে টুকরে গ্যাংকে সমর্থন দিয়েছে বিরোধীরা। পাকিস্তানের হৃদয়ে বোম মেরেছে সেনা, এরা হজম করতে পারছেন। বোমা পড়েছে পাকিস্তানে, কিন্তু আহত হয়েছেন ভারতের অনেকে। এই ধরনের লোকেদের চিনতে হবে। ওদের সংসদে, রেডিও, টিভিতে আমাদের দেশের লোকেদের আওয়াজ ওখানে শোনা যাচ্ছিল''। 

প্রধানমন্ত্রীর বার্তা, গালিকেই গয়না বানিয়ে নিই। নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাই। যতই চোর বলে চেঁচামেচি করুক ভয় পাওয়ার দরকার নেই। 

এর আগে ২০০৭ সালে নরেন্দ্র মোদীকে মৌত কা সওদাগর বলে কটাক্ষ করেছিল কংগ্রেস। তার পরিণতি হয়েছিল গুজরাটে ঝড় তুলেছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচনে মণিশঙ্করের 'নীচ' মন্তব্যকে হাতিয়ার করে গুজরাটি অস্মিতা জাগিয়ে তুলেছিলেন প্রধানমন্ত্রী। পরিণতি, গুজরাটে হারা খেলাও জিতে গিয়েছিলেন নমো। এবার 'চৌকিদার চোর হ্যায়' কটাক্ষকেও দেশের সমস্ত নিরাপত্তারক্ষীর সঙ্গে জুড়ে দিতে সক্ষম হলেন প্রধানমন্ত্রী।      .

আরও পড়ুন- জোড়া ধাক্কা নীরবের, লন্ডনে গ্রেফতার, দেশে ছবি-গাড়ি বেচে টাকা তুলছে ইডি

.