রাহুলই কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী, সম্ভাবনায় ইন্ধন জোগালেন মইলি

Describing Rahul Gandhi as “the most competent and ultimate leader” in the country, Union Oil Minister Veerappa Moily on Sunday said the Congress vice-president is “fit to be the Prime Minister“. “He is the most competent, ultimate leader, who is fit to be the Prime Minister of the country. He is the real leader of the Congress party,” he told reporters at a business event here over the weekend.

Updated By: Dec 22, 2013, 01:12 PM IST

`রাহুল গান্ধীই যোগ্য নেতা`। হ্যাঁ। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পর কেন্দ্রীয় তেলমন্ত্রী বিরাপ্পা মইলি রবিবার বলেন কংগ্রেস সহ-সহপতিই `প্রধান মন্ত্রী হওয়ার যোগ্য।`

এদিন এক বাণিজ্যিক সম্মেলনে তিনি বলেন, "তিনিই সবথেকে উপযুক্ত। যোগ্য নেতা।" রাহুলের মধ্যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীকেই দেখেছেন মইলি। তিনি আরও বলেন, ভারতের তরুণ প্রজন্ম চাইছে রাহুল গান্ধীকেই। যুব ভারতের ভাবাবেগকে গুরুত্ব দিতে চায় কংগ্রেস।

তিনি বলেন, "দলের পাশাপাশি গোটা দেশ চাইছে রাহুলকে গুরু দায়িত্বটা দেওয়া হোক। ভারতের মতো একটা দেশে ওনার মতো মানুষের শীর্ষ নেতৃত্বে আসাটা খুব জরুরী। সবার আত্মবিশ্বাস জয় করতে পারেন রাহুল।" কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের মনও যে রাহুলেই তাও স্পষ্ঠ করেছেন মইলি।

পাঁচ রাজ্যের বিধানসভা নর্বাচনের পর কংগ্রেস সভানেত্রী জানিয়ে দিয়েছেন, শীঘ্রই দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস। আগামী ১৭ জানুয়ারি এ আই সি সি -র বৈঠকেই রাহুলের নাম ঘোষণা করা হবে বলে মত রাজনৈতিক মহলের। মইলির মন্তব্য সেই সম্ভাবনাকেই আরও জোরাল করল বলে মনে করা হচ্ছে।

.