‘হাজার হাজার হিন্দুর আবেগ নিয়ে খেলছেন রাহুল’: সম্বিত পাত্র
সম্বিত বলেন, ‘হিন্দুত্বের ওপরে ওর বিশ্বাস নেই কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশিদের ওপরে ওর আস্থা রয়েছে।’
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর দাবি, কংগ্রেস সভাপতি হাজার হাজার হিন্দুর আবেগ নিয়ে খেলা করছেন।
আসলে কী হয়েছে? মঙ্গলবার হায়দরাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাহুল। সেখানে তিনি নিজের বিয়ে নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিন্দুত্বকে নিশানা করেন।
সম্বিত পাত্র বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক রাহুল বলেন, তিনি কোনও ধরণের হিন্দুত্বে বিশ্বাস করেন না। তার নরম বা কড়া-যে রকমই হোক না কেন। কেউ যদি বলেন তিনি কোনও উন্মাদনায় বিশ্বাস করেন না তা বোঝা যায়। কিন্তু কেউ যদি বলেন, তিনি হিন্দুত্বে বিশ্বাস করেন না তাহলে তা খুবই অদ্ভূত শোনায়।’
আরও পড়ুন-বড় ধাক্কা আপ শিবিরে, দল ছাড়লেন আশুতোষ
উল্লেখ্য, কিছুদিন আগে রাহুলের বিরুদ্ধে কংগ্রেসকে মুসলিমদের পার্টি বলারও অভিযোগ উঠেছিল। এনিয়ে কম জলঘোলা হয়নি। এনিয়ে বিরোধীরা তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে কংগ্রেস বিবৃতি দিয়ে জানায় যে ওরকম কথা রাহুল বলেননি। তবে যে বৈঠকে ওই মন্তব্য রাহুল করেছিলেন বলে অভিযোগ সেই বৈঠকে হাজির এক নেতা প্রকাশ্যে রাহুলের ওই মন্তব্যের কথা স্বীকার করেন।
বিজেপি মুখপাত্র সেই প্রসঙ্গও টেনে আনেন। সম্বিত বলেন, ‘কিছুদিন আগে রাহুল বলেছিলেল, কংগ্রেস মুসলিমদের পার্টি। এবার তিনি বলছেন তিনি হিন্দুত্বে বিশ্বাস করেন না। তাঁর এই মন্তব্য দেশের সংখ্যাগুরু সম্প্রদায়কে অপমান করেছেন। যখনই রাহুল কোনও ফয়দার সুযোগ দেখেন তখনই বেশ বদল করেন। এই ধরনের মন্তব্য করে আপনি দেশের হাজার হাজার হিন্দুদের আবেগ নিয়ে খেলা করছেন।’
আরও পড়ুন-ট্রেনে চড়ে গ্রেফতার কয়েক হাজার যাত্রী, জানাল রেল
এবছর বিভিন্ন সময়ে দেশের একাধিক মন্দিরে গিয়েছেন রাহুল গান্ধী। তাকে কটাক্ষ করেন সম্বিত। তিনি বলেন, ‘হিন্দুদের তুষ্ট করতেই তিনি ওসব করেন। রাহুল যা করেন তার সবটাই রাজনৈতিক কারণে। হিন্দুত্বের ওপরে ওর বিশ্বাস নেই কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশিদের ওপরে ওর আস্থা রয়েছে।’
এনিয়ে কংগ্রেস অবশ্য মন্তব্য করতে অস্বীকার করেছে। দলের নেতা রণদীপ সুরজওয়ালা বলেন, কোনও থিয়েটারওয়ালার ব্যপারে মন্তব্য করতে রাজি নই। উনি বারেবারেই নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে হাসির খোরাক হয়েছেন।