কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনে অংশ নিচ্ছি না, ফের সাফ জানালেন রাহুল

লোকসভার ফল ঘোষণার পরদিনই দলের খারাপ ফলের জন্য একশো শতাংশ দায় ঘাড়ে নেন রাহুল গান্ধী। দলের ৫২ সদস্যের ওয়ার্কিং কমিটির কাছে সভাপতির পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাহুল

Updated By: Jun 20, 2019, 03:41 PM IST
কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনে অংশ নিচ্ছি না, ফের সাফ জানালেন রাহুল

নিজস্ব প্রতিবেদন: দলে চাইলেও কংগ্রেসের দায়িত্ব নিতে রাজি নন রাহল গান্ধী। বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুন-ভাটপাড়ায় সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি, রিপোর্ট জমা পড়বে অমিত শাহ-র কাছে

লোকসভা নির্বাচনের জোরদার ধাক্কার পর দলে সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী। তা ঠেকিয়ে রাখেন সোনিয়া গান্ধী সহ দলের অন্যান্য নেতারা। কিন্তু রাহুল বলেই চলেছেন তিনি আর থাকবেন না।

রাহুল গান্ধী এদিন বলেন, কংগ্রেস সভাপতি নির্বাচনে কোনও ব্যাপারে অংশ নিচ্ছি না। তা হলে বিষয়টি জটিল হয়ে যাবে। এ ব্যাপারে দলই সবকিছু ঠিক করবে।

লোকসভায় পরাজয়ের পর মূল অভিযোগ ওঠে কংগ্রেসের পারিবারিক রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতারা জন্যই ভরাডুবি হয়েছে। ২০১৪ সালের পর ফের একবার জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ল কংগ্রেস।

ফল ঘোষণার পরদিনই দলের খারাপ ফলের জন্য একশো শতাংশ দায় ঘাড়ে নেন রাহুল গান্ধী। দলের ৫২ সদস্যের ওয়ার্কিং কমিটির কাছে সভাপতির পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাহুল। তাঁকে ঠেকিয়ে রাখেন দলের নেতারা।

আরও পড়ুন-নন্দীগ্রামের ধাঁচে এবার আন্দোলন হবে ভাটপাড়ায়, কাল থানা ঘেরাও, হুমকি অর্জুনের

কংগ্রেসের দলের একাংশের যুক্তি গান্ধী পরিবারই কংগ্রেসকে একমাত্র একত্র রাখতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস নেতারা চেষ্টা করেছে চলেছেন রাহুল যাতে সংসদে দলের নেতা হন। তার পরিবর্তে তিনি অধীর চৌধুরীকেই এগিয়ে দেন। পরিবর্তে রাহুল জানিয়েছেন, সাধারণ কর্মী হিসেবে দলের সেবা করতে চান।

.