আপনি হিন্দু হলে হিন্দুত্বের কি দরকার? খুরশিদের আইসিস-মন্তব্যে ব্যাখ্যা Rahul-র

প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদের বইয়ের একটি অংশ নিয়ে বিতর্কের সূত্রপাত। 

Updated By: Nov 12, 2021, 09:59 PM IST
আপনি হিন্দু হলে হিন্দুত্বের কি দরকার? খুরশিদের আইসিস-মন্তব্যে ব্যাখ্যা Rahul-র

নিজস্ব প্রতিবেদন: হিন্দু ধর্ম ও হিন্দুত্ব নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী। দলীয় রণকৌশল মেনে হিন্দু ও হিন্দুত্বকে আলাদা করার চেষ্টা করলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। তাঁর কথায়,''হিন্দুত্ব ও হিন্দু ধর্মের মধ্যে ফারাক রয়েছে। সোজাসাপ্টা বলি,আপনি হিন্দু হলে হিন্দুত্বের দরকার কেন? এই নতুন নামের কি প্রয়োজনীয়তা?''

শুক্রবার ওয়ারধায় সেবাগ্রাম আশ্রমে কংগ্রেসের চার দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অনলাইনে ভাষণ দেন রাহুল। হিন্দু ও হিন্দুত্বের সঙ্গে ফারাক বোঝাতে গিয়ে সনিয়া-তনয় বলেন,''শিখ বা মুসলিমদের মারধরের কথা কি বলে হিন্দু ধর্ম? হিন্দুত্ব কিন্তু বলে। কোন বইয়ে হিন্দুত্বের কথা লেখা রয়েছে? আমি পড়িনি। উপনিষদ পড়েছি।'' 
    
প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদের বইয়ের একটি অংশ নিয়ে বিতর্কের সূত্রপাত। সেখানে খুরশিদ বোকো হারাম, আইসিসের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে হিন্দুত্বের তুলনা করেছেন। অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি প্রসঙ্গে খুরশিদ লিখেছেন,''সাধু-সন্তদের সনাতন ও ধ্রুপদী হিন্দু ধর্মকে পিছনে ঠেলে দিয়েছে হিন্দুত্ব। আইসিস ও বোকো হারামের মতো জিহাদি ইসলামিক সংগঠনের সমান এই রাজনৈতিক আদর্শ।'' খুরশিদের এমন দাবি অতিরঞ্জিত বলে মনে করেন কংগ্রেসের আর এক প্রবীণ নেতা গুলাম নবি আজাদ।                     

আরও পড়ুন- UP: নির্যাতিত বাঙালি হিন্দু উদ্বাস্তুদের ঘর, চাষ জমি দেওয়ার ঘোষণা Yogi-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
          

.