লোকাল ট্রেনে এসি! চালকদের স্বস্তি দিতে সিদ্ধান্ত রেলের

চালকের কেবিন শীততাপ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। 

Updated By: Jul 29, 2019, 10:24 PM IST
লোকাল ট্রেনে এসি! চালকদের স্বস্তি দিতে সিদ্ধান্ত রেলের

নিজস্ব প্রতিবেদন: রেলের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় যাত্রীরা আরামে যাত্রা করেন। কিন্তু, ট্রেনটি চালানোর দায়িত্বে থাকা চালকদের জন্য থাকে না এসি। একে ভারতের মতো উষ্ণ ও আর্দ্র দেশ। তায় রেলের ইঞ্জিনের প্রচণ্ড তাপ। এরমধ্যেই হাজার হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করেন চালকরা। এবার তাঁদের প্রতি সদয় হল রেল। প্রতিটি রেলের ইঞ্জিন করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

রেলের এক আধিকারিক জানান, প্রচণ্ড গরমে অস্বস্তিকর পরিবেশে কাজ করতে হয় ট্রেন চালকদের। বাইরের তুলনায় চালকের কেবিনে গরম থাকে অনেকটাই বেশি। তা ছাড়া কেবিনটি এয়ারটাইট হওয়ায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। এর ফলে ডিহাইড্রেশন বা হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন চালকরা। ক্লান্তির জেরে কর্মক্ষমতা। এর ফলে উড়িয়ে দেওয়া যায় না দুর্ঘটনার আশঙ্কাও।  

সব দিক বিবেচনা করে ট্রেনের চালকের কেবিন শীততাপ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। ইতিমধ্যেই হাওড়া ডিভিশনের ৫৪টি লোকো ট্রেনের মধ্যে ১৬টি ট্রেনের চালকের কেবিনে এসি লাগানো হয়েছে। ধীরে ধীরে প্রতিটি লোকাল ও দূরপাল্লার ট্রেনের চালকের কেবিনেও বসানো হবে এসি, জানালেন পূর্ব রেলের আধিকারিক ইশাক খান। গরমে এসির পাশাপাশি শীতে হিটারের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। 

রেলের এহেন সিদ্ধান্তে খুশি চালকরাও। ট্রেন চালক চন্দন ভট্টাচার্য বলেন, 'গরমে ভীষণ কষ্ট হয়। কেবিনে এসি চালু হলে বিনা ক্লান্তিতে অতিরিক্ত সময় ধরে ট্রেন চালাতে পারব আমরা'। 

আরও পড়ুন- কোচ সরানোর দাবি উঠলেও রবি ভাইকেই চাইছেন বিরাট কোহলি 

.