করোনার ওষুধ রেমডেসিভিরের প্রথম ব্যাচ পাঠানো হল ৫ রাজ্যে

এর পরের ব্যাচেই অবশ্য রয়েছে কলকাতার নাম। খুব দ্রুতই কলকাতা, ইন্দৌর, ভোপাল, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি, কোচি, গোয়া ও ত্রিবন্দমে পাঠানো হবে দ্বিতীয় ব্যাচের রেমডেসিভির। 

Updated By: Jun 25, 2020, 07:01 PM IST
করোনার ওষুধ রেমডেসিভিরের প্রথম ব্যাচ পাঠানো হল ৫ রাজ্যে
রেমডেসিভির

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাস (Coronavirus) চিকিত্সার ওষুধের প্রথম ব্যাচের রেমডেসিভির  (Remdesivir) ওষুধ পাঠানো হল দেশের ৫ রাজ্যে। মহারাষ্ট্র, দিল্লিসহ দেশের সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতেই প্রথম ব্যাচের রেমডেসিভির সরবরাহ করা হচ্ছে। 

হায়দ্রাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেটেরো (Hetero) দেশে রেমডেসিভির প্রস্তুত সরবরাহের বরাত পায়। সেই বরাত অনুসারেই প্রাথমিক পর্যায়ে মোট ২০,০০০ শিশি (vial) রেমডেসিভির পাঠানো হচ্ছে দেশের এই পাঁচ রাজ্যে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় প্রথম ব্যাচের ওষুধ পাঠানো হচ্ছে বলে খবর। 
From Chinese anti-Covid-19 shots, latest on remdesivir to ...

প্রস্তুতকারী সংস্থা হেটেরো-র এই ওষুধের ১০০ মিলিগ্রামের একটি শিশির দাম প্রায় ৫,৪০০ টাকা। বিশেষজ্ঞদের মতে করোনা আক্রান্তদের প্রথম দিনে ২০০ এমজি ও তারপর থেকে পাঁচদিন ১০০ এমজি পেসক্রাইব করা যেতে পারে। তবে, ডোজিং বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল, তাই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী রোগীর উপর রেমডেসিভির প্রয়োগ করা হবে। 

এর পরের ব্যাচেই অবশ্য রয়েছে কলকাতার নাম। খুব দ্রুতই কলকাতা, ইন্দৌর, ভোপাল, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি, কোচি, গোয়া ও ত্রিবন্দমে পাঠানো হবে দ্বিতীয় ব্যাচের রেমডেসিভির। 
Cipla to price generic version of COVID-19 drug remdesivir at less ...

সংস্থার বক্তব্য অনুযায়ী প্রাথমিক পরিকল্পনায় প্রায় আগামী ৩-৪ সপ্তাহে প্রায় ১ লক্ষ শিশি ওষুধ তৈরির লক্ষ্যে এগনো হচ্ছে। 

কেবলমাত্র হাসপাতালে সরকারি অনুমোদনসহ মিলবে রেমডেসিভির। ওষুধের দোকানে বিক্রি করা হবে না এই ওষুধ। 

আরও পড়ুন : এই প্রথম একদিনে ১৬ হাজার গণ্ডি ছাড়ালো, দেশে মোট আক্রান্ত ৪.৭৩ লক্ষ

.