সর্দার প্যাটেলের স্বপ্নপূরণে ৩৭০ ও ৩৫এ ধারার বিলোপ হয়েছে: নরেন্দ্র মোদী
পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে মোদী আরও বলেন...
নিজস্ব প্রতিবেদন : ৭০ বছর যা হয়নি, ৭০ দিনের কম সময়ে সেই সমস্যার সমাধান হয়েছে। বাতিল হয়েছে অনুচ্ছেদ ৩৭০। লালকেল্লায় ৭৩তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ বিলোপ প্রসঙ্গে এভাবেই কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Narendra Modi: The new govt has not completed even 10 weeks, but in this short span of time in every sector we have taken important steps. #Article370 and 35A being revoked is a step towards realizing the dream of Sardar Patel . #IndiaIndependenceDay pic.twitter.com/Ve4RAxXBok
— ANI (@ANI) August 15, 2019
PM Modi: The old system in Jammu, Kashmir and Ladakh led to corruption, nepotism but there was injustice when it came to rights of women, children, Dalits, tribal communities.The dreams of sanitation workers were incomplete. How can we accept this? https://t.co/gpvXxPtA1q
— ANI (@ANI) August 15, 2019
এদিন প্রধানমন্ত্রী বলেন, "অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫-এ ধারা অপসারণ করেছে মোদী সরকার। ৩৭০ বিলোপ সর্দার প্যাটেলের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ। মাত্র ১০ সপ্তাহেই অনুচ্ছেদ ৩৭০ অপসারিত হয়েছে। এবার জম্মু-কাশ্মীর ও লাদাখের গৌরব ফিরবে। সন্ত্রাস,বিচ্ছিন্নতাবাদী ও পরিবারতন্ত্র- ৩৭০ অনুচ্ছেদে শুধু এগুলিই মদত পেয়েছে। ৩৭০ বিলোপে সবার অধিকার সুরক্ষিত হবে।"
PM Modi: Those who supported Article 370, India is questioning them, If this was so important then why was this Article not made permanent? After all, those people had huge mandates and could have easily removed its temporary status. #IndiaIndependenceDay pic.twitter.com/Sh6UOtz5YZ
— ANI (@ANI) August 15, 2019
পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে মোদী আরও বলেন, "৩৭০ কেন অস্থায়ী করা হয়েছিল? কেন ৩৭০ স্থায়ী করা হয়নি? কারণ কংগ্রেস জানত, যা হয়েছে তা ভুল হয়েছে। ক্ষুদ্র রাজনীতির স্বার্থে বিলোপে সাহস করেনি। আমি দেশের স্বার্থকে রাজনীতির উর্দ্ধে রাখি। আমি দেশের স্বার্থে রাজনীতির ধার ধারি না।"
আরও পড়ুন - ৭৩তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী