মথুরার জওহর বাগ থেকে উদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি রকেট লঞ্চার

মথুরার জওহর বাগ থেকে এবার উদ্ধার হল রকেট লঞ্চার। গত সপ্তাহে উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই জওহর বাগ এলাকা।  ২৮০ একর জমি স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহীর দখলমুক্ত করার পরই শুরু হয় তল্লাশি অভিযান। আর সেই সময়েই উদ্ধার হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি রকেট লঞ্চারটি।

Updated By: Jun 8, 2016, 04:35 PM IST
মথুরার জওহর বাগ থেকে উদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি রকেট লঞ্চার

ওয়েব ডেস্ক: মথুরার জওহর বাগ থেকে এবার উদ্ধার হল রকেট লঞ্চার। গত সপ্তাহে উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই জওহর বাগ এলাকা।  ২৮০ একর জমি স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহীর দখলমুক্ত করার পরই শুরু হয় তল্লাশি অভিযান। আর সেই সময়েই উদ্ধার হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি রকেট লঞ্চারটি।

তাহলে কি স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহীকে রকেট লঞ্চার সরবহাহ করা হত? গত সপ্তাহে উচ্ছেদ অভিযানে গিয়ে রীতিমতো গুলির মোকাবিলা করতে হয় পুলিসকে। মৃত্যু হয় এক পুলিসকর্তা সহ দুই পুলিস কর্মীর। ঘটনায় প্রাণ গিয়েছিল ২৯ জনের।

.