গাড়ি, বাড়ি, শিক্ষা ও ব্যক্তিগত ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

উত্সবের মরসুমে গৃহ ঋণের ক্ষেত্রেও সুদের হার কমালো এসবিআই। শিক্ষা ঋণেও সুদের হার কমানো হল। 

Edited By: সুদীপ দে | Updated By: Aug 20, 2019, 01:00 PM IST
গাড়ি, বাড়ি, শিক্ষা ও ব্যক্তিগত ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: পুজোর মরসুমের আগে সুখবর। সোমবার একাধিক ক্ষেত্রে ঋণে সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তাছাড়া গ্রাহকদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

গাড়ি কেনার ক্ষেত্রে ঋণে নেওয়ার সময়ে প্রসেসিং চার্জ মুকুব করা হবে বলে জানাল এসবিআই। গাড়ি ঋণে সুদের হার শুরু হচ্ছে ৮.৭০% থেকে। শুধু তাই নয়, এসবিআই-এর ডিজিটাল প্ল্যাটফর্ম YONO অ্যাপের মাধ্যমে গাড়ি ঋণের অ্যাপ্লিকেশন করা হলে সুদের হারে মিলবে উপড়ি ছাড়। গাড়ি কেনার ক্ষেত্রে চাকুরিজীবীদের জন্যও সুখবর আনল এসবিআই। চাকুরিজীবীদের ক্ষেত্রে গাড়ির মূল্যের প্রায় ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

উত্সবের মরসুমে গৃহ ঋণের ক্ষেত্রেও সুদের হার কমালো এসবিআই। মাত্র ৮.০৫% সুদে গৃহ ঋণ পাওয়া যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত নতুন ও পুরনো ঋণের ক্ষেত্রে লাগু হবে নতুন সুদের হার।

আরও পড়ুন: প্রবল চাপে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার কমলনাথের ভাগ্নে রাতুল

শিক্ষা ঋণেও সুদের হার কমানো হল। সুদের হার শুরু হচ্ছে ৮.২৫% থেকে।

উত্সবের মরসুমকে মাথায় রেখে ব্যক্তিগত ঋণেও সুদের হার কমাল এসবিআই। মাত্র ১০.৭৫% হারে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নেওয়া যাবে। বাজারে সবচেয়ে বেশি ঋণ শোধের সময়কালও দেবে স্টেট ব্যাঙ্ক। এ বার থেকে ৬ বছর পর্যন্ত সময়সীমা পাওয়া যাবে ঋণ পরিশোধের ক্ষেত্রে।

.