দেশজুড়ে IIT-র কাউন্সেলিংয়ের উপর 'সু্প্রিম' স্থাগিতাদেশ

দেশ জুড়ে আই আই টি-র কাউন্সেলিংয়ের ওপর স্থাগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। আই আই টি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার  গ্রেস নম্বর দেওয়া নিয়ে আদালতের শরণাপন্ন হয় কিছু পড়ুয়া। তাঁদের অভিযোগ, ভুল প্রশ্ন যারা অ্যাটেম্প্ট করেনি, তাদেরকেও গ্রেস নম্বর দেওয়া হয়েছে। যার ফলে  র‍্যাঙ্কিং-এ ব্যাপক রদবদল হয়েছে। মেধা তালিকায় নাম ওঠেনি অনেক যোগ্য পরীক্ষার্থীরই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মেরিট লিস্টে থাকা তিরিশ হাজার পরীক্ষার্থীর কাউন্সেলিং-এর উপর স্থাগিতাদেশ দিয়েছে আদালত।

Updated By: Jul 7, 2017, 08:34 PM IST
দেশজুড়ে IIT-র কাউন্সেলিংয়ের উপর 'সু্প্রিম' স্থাগিতাদেশ

ওয়েব ডেস্ক : দেশ জুড়ে আই আই টি-র কাউন্সেলিংয়ের ওপর স্থাগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। আই আই টি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার  গ্রেস নম্বর দেওয়া নিয়ে আদালতের শরণাপন্ন হয় কিছু পড়ুয়া। তাঁদের অভিযোগ, ভুল প্রশ্ন যারা অ্যাটেম্প্ট করেনি, তাদেরকেও গ্রেস নম্বর দেওয়া হয়েছে। যার ফলে  র‍্যাঙ্কিং-এ ব্যাপক রদবদল হয়েছে। মেধা তালিকায় নাম ওঠেনি অনেক যোগ্য পরীক্ষার্থীরই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মেরিট লিস্টে থাকা তিরিশ হাজার পরীক্ষার্থীর কাউন্সেলিং-এর উপর স্থাগিতাদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন, আসলটা হারিয়ে ফেলেছেন? অনলাইনে সংগ্রহ করুন আধার কার্ডের ডুপ্লিকেট

.