ATM লুঠে বাধা দিতে গিয়ে খুন নিরাপত্তারক্ষী

নোট বাতিলের ঘোষণার পর এমন ঘটনা প্রথম। পটনায় ATM লুঠের চেষ্টা করা হল। আর তা আটকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে খুন হলে হল রক্ষীকে। আজ সকালে শহরের মৌর্য লক এলাকায় ঘটে ঘটনাটি। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ATM-এ নগদ টাকা লুঠ করতে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। সেই সময় সেখানে রক্ষীর দায়িত্বে ছিলেন দীপক কুমার। অভিযোগ তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতিরা তাঁকে গলা কেটে খুন করে।

Updated By: Dec 10, 2016, 05:09 PM IST
ATM লুঠে বাধা দিতে গিয়ে খুন নিরাপত্তারক্ষী

ওয়েব ডেস্ক : নোট বাতিলের ঘোষণার পর এমন ঘটনা প্রথম। পটনায় ATM লুঠের চেষ্টা করা হল। আর তা আটকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে খুন হলে হল রক্ষীকে। আজ সকালে শহরের মৌর্য লক এলাকায় ঘটে ঘটনাটি। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ATM-এ নগদ টাকা লুট করতে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। সেই সময় সেখানে রক্ষীর দায়িত্বে ছিলেন দীপক কুমার। অভিযোগ তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতিরা তাঁকে গলা কেটে খুন করে।

আরও পড়ুন- নোট বাতিলের মাঝে টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক!

খবর পেয়ে সেখানে আসে পুলিস। এলাকায় উত্তেজনা ছড়ায়। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন পরিবারের সদস্যরা। এদিকে, ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে ATM-এর সিসিটিভি ফুটেজ।

.