কলেজ ছাত্রীদের লক্ষ্য করে 'বীর্যভর্তি' বেলুন ছুড়েছিলেন এক তরুণী
কীভাবে বেলুনে বীর্য ভরা সম্ভব? প্রশ্ন তুললেন এক চিকিত্সক।
নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে কলেজ ছাত্রীদের লক্ষ্য করে 'বীর্যভর্তি' বেলুন ছুড়েছে এক তরুণী। তিনি দিল্লির অমর কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। ছাত্রীদের কাছে লিখিত ক্ষমাপ্রার্থনা দিয়েছে তরুণীর পরিবার।
অমর কলোনিতে তাঁকে লক্ষ্য করে বীর্যভর্তি বেলুন ছোড়া হয় হলে অভিযোগ করেন দিল্লির লেডি শ্রী রাম কলেজ কয়েকজন ছাত্রী। অভিযোগ, রাস্তার ধারে একটি আবাসন থেকে ছাত্রীকে লক্ষ্য করে বীর্যভর্তি বেলুন ছোড়া হয়েছিল। দিল্লির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান জেসাস অ্যান্ড মেরি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। তদন্তে নেমে পুলিস জানতে পারে ঘটনায় জড়িত এক তরুণী। বেলুনে ভরা হয়েছিল আটাজাতীয় পদার্থ। ছাত্রীদের কাছে লিখিত ক্ষমাপ্রার্থনা করেছেন ওই তরুণীর পরিবার।
#Delhi: Two students of Lady Sri Ram College were targeted with semen filled balloon at Amar Colony. A written apology has been given to the students by the family of the girl who threw the balloons on them.
— ANI (@ANI) February 28, 2018
আরও পড়ুন- হোলির দিনে যুবককে ৫০ বার কোপাল দুষ্কৃতীরা, ধরা পড়ল সিসিটিভিতে
বীর্যভরা বেলুন নিয়ে হইচই শুরু হওয়ার পরই টুইটারে সরব হন অনেকে। রাস্তায় নেমে বিক্ষোভও দেখায় একদল পড়ুয়া। তবে বেলুনে কীভাবে বীর্য ভরা সম্ভব? তা নিয়ে টুইটারে প্রশ্ন তুলে দিয়েছেন এক চিকিত্সক। তাঁর দাবি, ''একবার ৫ মিলিলিটার বীর্য নিক্ষেপ করতে পারেন একজন পুরুষ। খোলা আবহাওয়া ৫ মিনিটে তা শুকিয়ে যায়। নাইট্রোজেনের দ্রবণে বীর্য সংরক্ষণ করা হয়। বেলুনে সেই দ্রবণ রাখা সম্ভব নয়। পুরুষদের কাছে বীর্য নিক্ষেপের শ্যাম্পেন বোতল নেই।''
2) A normal adult man can at best produce 5ml of semen on his first ejaculation, on subsequent ejaculations it will reduce & eventually cause dry painful ejaculations. Men do not have champagne bottle in their scrotums
— The Good Doctor (@Kaalateetham) March 2, 2018
4) Mixing any liquid including water with semen coagulates & destroys it. Arguments that semen was mixed with water or any liquid do not hold water
5) This is "Fertile imagination at work against Hindu festivals, culture & traditions" eventually to stop celebrating our festivals
— The Good Doctor (@Kaalateetham) March 2, 2018
চিকিত্সকের এই যুক্তির পরই টুইটারে সরব হন নেটিজেনরা। অনেকেরই অভিযোগ, গোটা বিষয়টি একটি গুজব। হোলির আগে ইচ্ছে করেই কি গুজব রটানো হয়েছিল? উঠছে প্রশ্ন।
Dr., just as semen does not hold water,this whole semen filled balloons theory does not hold water! Imagine so many men dedicatedly carrying out this operation! Hilarious indeed! What a hoax! Pity that we are reduced to such debates !
— Capt.Harish Pillay (@captpillay) March 2, 2018
This is eye opener!!! Not just for me but for all the youngsters studying medicine at the moment. My guess is if those students would ve known already, they could be contributed and thereby saved their senior's much valuable time. Any takers?
— Vilas Ahuja (@AhujaAkl) March 2, 2018
আরও পড়ুন- হোলির দিনে যুবককে ৫০ বার কোপাল দুষ্কৃতীরা, ধরা পড়ল সিসিটিভিতে