তেজস্বীর ইফতার পার্টিতে শত্রুঘ্ন, দল ছাড়ার জল্পনা উসকে দিলেন বিজেপি সাংসদ!
শত্রুঘ্ন জানান, হজ হাউসে যে জেডিইউয়ের ইফতার পার্টি হচ্ছে তা জানি না।
নিজস্ব প্রতিবেদন: দলের সঙ্গে সংঘাত বহুদিনের। বিভিন্ন ইস্যুতে দলকে ছেড়ে কথা বলেননি ‘বিহারি বাবু’। এবার নতুন এক জল্পনা উসকে দিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। জল্পনা শুরু হয়েছে, শেষ পর্যন্ত দলটাই কি ছেড়ে দিচ্ছেন শত্রঘ্ন?
আরও পড়ুন-কাকদ্বীপে ট্রলার উল্টে নিখোঁজ একাধিক মত্যস্যজীবী, উদ্বিগ্ন প্রশাসন
বুধবার একটি ইফতার পাটির আয়োজন করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। একইসঙ্গে ইফতার পার্টি ছিল জেডিইউয়েরও। সেখানে না গিয়ে তেজস্বীর পার্টিতেই আসেন শত্রুঘ্ন। শুধু তাই নয়, জেডিইউয়ের ইফতার পার্টির কথা তিনি জানতেনই না বলে জানিয়েছেন, শত্রুঘ্ন।
আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচনের পরও জারি রাজনৈতিক সংঘর্ষ, বলি ১
ইফতার পার্টির পর সংবাদ মাধ্যমে শত্রঘ্ন সিনহা বলেন, ‘ইফতার পার্টি আমাদের মিশ্র সংস্কৃতির অঙ্গ। লালুজি আমার বহুদিনের বন্ধু। তাই এসেছি।’ একই দিনে হজ হাউসে ইফতার পার্টি দিয়েছে জেডিইউ। সেই পার্টিতে না গিয়ে আরজেডির পার্টিতে কেন? এর জন্য কি দলের সঙ্গে তিক্ততা আরও বাড়বে? শত্রুঘ্ন জানান, ‘হজ হাউসে যে জেডিইউয়ের ইফতার পার্টি হচ্ছে তা জানি না। আর ইফতার সম্পর্ককে আরও মধুর করে।’