উত্তর প্রদেশে পুলিসের হাতে কুখ্যাত সমাবিরোধী শের খান

পুলিস তাঁর মাথার দাম দিয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা। উত্তর প্রদেশে সেই পুলিসের সঙ্গেই দীর্ঘক্ষণ লড়াই চলার পর ধরা পড়ে গেল সেই কুখ্যাত সমাজবিরোধী, কিন্তু পালিয়ে গেল তার দলের পাণ্ডা সাহুন। ধৃতের নাম শের খান।

Updated By: Dec 20, 2016, 01:48 PM IST
উত্তর প্রদেশে পুলিসের হাতে কুখ্যাত সমাবিরোধী শের খান

ওয়েব ডেস্ক: পুলিস তাঁর মাথার দাম দিয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা। উত্তর প্রদেশে সেই পুলিসের সঙ্গেই দীর্ঘক্ষণ লড়াই চলার পর ধরা পড়ে গেল সেই কুখ্যাত সমাজবিরোধী, কিন্তু পালিয়ে গেল তার দলের পাণ্ডা সাহুন। ধৃতের নাম শের খান।

আরও পড়ুন- বীভত্স! নৃশংসতার চূড়ান্ত 'নজির' মুম্বইয়ে

বারসানার পুলিস আধিকারিক উদয় প্রতাপ সিং জানিয়েছেন যে, তাঁদের নজরেই রাখা হচ্ছিল। সঠিক খবর পেতেই ধাওয়া করা হয় ওই দলকে। প্রথমে সমাজবিরোধীরাই গোলাগুলি চালানো শুরু করে, আর তারপরেই উত্তর দিতে শুরু করে পুলিস বাহিনী। অবশেষে ধরা পড়ে যায় শের খান। ধৃতের কাছ থেকে মর্ডান কার্বাইন, .৩২ বোরের পিস্তল এবং কার্তুজ পাওয়া গেছে। প্রসঙ্গত, দলের পাণ্ডা সাহুনের মাথার দাম দেড় লক্ষ টাকা।

আরও পড়ুন- জোয়ান্না পালানির মাথার দাম ১ মিলিয়ন মার্কিন ডলার হাঁকল আইসিস

.