আম্মা ইডলি: জয়ললিতার প্রতি বিরল ভালবাসা ও সম্মান

আম্মা ইহলোক ত্যাগ করেছেন কিন্তু তাঁর অগণিত ভক্তের মানসলোক তিনি আজও বিরাজমান প্রবলভাবে। আঁর মৃত্যুর পর রাজ্যব্যাপী শোক এবং একাধিক অনুরাগীর আত্মহননের পথ বেছে নেওয়ার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে তাঁর জনপ্রিয়তা। কিন্তু আজ অকেবারে অন্যভাবে প্রতিফলিত হল আম্মা অনুরাগ।

Updated By: Dec 20, 2016, 01:06 PM IST
আম্মা ইডলি: জয়ললিতার প্রতি বিরল ভালবাসা ও সম্মান

ওয়েব ডেস্ক: আম্মা ইহলোক ত্যাগ করেছেন কিন্তু তাঁর অগণিত ভক্তের মানসলোক তিনি আজও বিরাজমান প্রবলভাবে। তাঁর মৃত্যুর পর রাজ্যব্যাপী শোক এবং একাধিক অনুরাগীর আত্মহননের পথ বেছে নেওয়ার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে তাঁর জনপ্রিয়তা। কিন্তু আজ একেবারে অন্যভাবে প্রতিফলিত হল আম্মা অনুরাগ।

আরও পড়ুন- ত্রিপুরা বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন সুদীপ রায় বর্মন

জয়ললিতার এক অন্ধ ভক্ত আজ ৬৮ কেজি ওজনের এক প্রকাণ্ড ইডলি বানালেন তাঁর আম্মার মুখের আদলে। দক্ষিণের মানুষদের অত্যন্ত প্রিয় খাবার ইডলি। আর তাতেই প্রাণের চেয়েও প্রিয় আম্মাকে ধরতে চেয়েছেন এই অনুরাগী। প্রসঙ্গত, এই বছরের ৫ই ডিসেম্বর মৃত্যু হয় জয়ললিতার। তাঁর দল এআইডিএমকে-এর পক্ষ থেকে জয়ললিতাকে 'ভারত-রত্ন' সম্মানে ভূষিত করার দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।

আরও পড়ুন-শহিদ আফ্রিদির নাম লেখা জার্সি পরার অভিযোগে অসমে গ্রেফতার যুবক

.