স্মৃতি বিতর্কে শোলের গব্বর এখন সংস্কৃত বলছে

"য ভীতঃ ভবেত্ সঃ মৃতঃ এব মন্য" বলতে পারবেন এটি কোন সিনেমার ডায়লগ। ঠিক আছে একটা ক্লু দিলাম, ভারতে সবথেকে চর্চিত সিনেমার ডায়গল। আরও একটু...। ok, নিন আরও একটা ক্লু দিলাম। আসলে এটা এমন একটা  হিন্দি সিনেমা যেটা আট থেকে আশি সবার পছন্দ, আর এই সিনেমার বেশিরভাগ কথাই জনপ্রিয় ডায়গল। ধরতে পারলেন না! উক্ত ডায়গলকে হিন্দি ভাষায় লেখা যাক " জো ডর গয়া সমঝো মর গয়া"। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন কোন সিনেমার ডায়লগের কথা বলছি।

Updated By: Nov 26, 2014, 05:53 PM IST
স্মৃতি বিতর্কে শোলের গব্বর এখন সংস্কৃত বলছে

ওয়েব ডেস্ক: "য ভীতঃ ভবেত্ সঃ মৃতঃ এব মন্য" বলতে পারবেন এটি কোন সিনেমার ডায়লগ? ঠিক আছে। একটা ক্লু দিলাম। ভারতে সবথেকে চর্চিত সিনেমার ডায়গল। আরও একটু...। ok, নিন আরও একটা ক্লু দিলাম। আসলে এটা এমন একটা  হিন্দি সিনেমা যেটা আট থেকে আশি সবার পছন্দ। আর এই সিনেমার বেশিরভাগ কথাই জনপ্রিয় ডায়গল। ধরতে পারলেন না! উক্ত ডায়গলকে হিন্দি ভাষায় লেখা যাক " যো ডর গয়া সমঝো মর গয়া"। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন কোন সিনেমার ডায়লগের কথা বলছি?

রমেশ শিপ্পির বিখ্যাত সিনেমা শোলের কিছু ডায়গলের সংস্কৃত অনুবাদ এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। সম্প্রতি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বেশ কিছু কেন্দ্রীয় বিদ্যালয়ে জার্মান ভাষকে হঠিয়ে পাঠ্যসূচিতে সংস্কৃতকে তৃতীয় ভাষা আবশ্যিক করায় এখনও বিতর্ক কাটেনি। যদিও স্মৃতি শিক্ষায় গৈরিকরণের প্রচেষ্টা করছে এই অভিযোগ খারিজ করে দেন তিনি।

যাই হোক, এক 'রেডিট ইন্ডিয়া' ব্যবহারকারী বলিউডের 'মহাভারত' শোলে সিনেমার ডায়লগকে সংস্কৃতে অনুবাদ করেন। সংস্কৃতে অনুবাদ করলে গব্বর সিং কীভাবে ডায়লগ বলবে?

.