বড় চাঁদের বাঁধ ভাঙা হাসি দেখে ঘুমোতে গেল বিশ্ব

Updated By: Aug 11, 2014, 08:51 AM IST
বড় চাঁদের বাঁধ ভাঙা হাসি দেখে ঘুমোতে গেল বিশ্ব

-------------------------------

ওয়েব ডেস্ক: রাতের আকাশে অন্যরকম চাঁদ। আরও বেশি উজ্জ্বল, তুলনায় আরও বেশি বড়। রাখি পূর্ণিমার রাতে এমন বিরল চাঁদ ভেসে বেড়াল আকাশে। ব্যতিক্রমী ও বড় আকারের এই চাঁদ সুপারমুন নামে পরিচিত। গতকাল পৃথিবীর নিকটতম স্থানে চলে এসেছিল চাঁদ।

পৃথিবী থেকে তার দূরত্ব কমে গিয়েছিল প্রায় নশো মাইল। সেই কারণেই দেখা গেল এমন বিরল দৃশ্য। চলতি বছরে তিন দফা সুপারমুন হবে। রবিবারের ঘটনাটি দ্বিতীয়। এ বছরের প্রথম সুপারমুনটি গত ১২ জুলাই দেখা গিয়েছে, আর শেষ সুপারমুনটি দেখা যাবে ৯ সেপ্টেম্বর। এত অল্প সময়ের ব্যবধানে তিনবার সুপারমুন দেখতে পাওয়া বিরল।

.