নোট বাতিল মামলার পরবর্তী শুনানি কবে জানুন

Updated By: Dec 9, 2016, 03:53 PM IST
নোট বাতিল মামলার পরবর্তী শুনানি কবে জানুন

ওয়েব ডেস্ক: নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। কোন উদ্দেশ্যে নোট বাতিল করা হল, সে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। টাকা তোলার ঊর্ধ্বসীমা কেন ২৪ হাজার বেঁধে দেওয়া  হল? ঠিক কবে এই নীতি গ্রহণ করা হয়েছিল? বিষয়টি  নিয়ে যথেষ্ঠ গোপণীয়তা রক্ষা হয়েছে কি না , কেন্দ্রের কাছে তাও  জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সমবায় ব্যাঙ্কে কেন পুরনো নোট নেওয়া হচ্ছে না সে প্রশ্নও তুলেছে দেশের শীর্ষ আদালত। সরকারের তরফে জানানো হয়েছে, কালো টাকা উদ্ধার, সন্ত্রাসের টাকার জোগান বন্ধই তাদের লক্ষ্য। জাল নোট থেকে মুক্তিপাওয়াও এই নীতি গ্রহণের কারণ বলে জানিয়েছে কেন্দ্র। চোদ্দই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন টোল প্লাজায় সেনা মোতায়েন বিতর্কে মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর

আরও পডু়ন ক্যাশলেসে লেনদেনে এভাবেই আপনার অজান্তে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে!

.