হাতে সময় ১০ বছর, মিটিয়ে ফেলুন বকেয়া! টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

 ২০ বছর না পাওয়া গেলেও মিলল এক দশক।

Updated By: Sep 1, 2020, 04:46 PM IST
হাতে সময় ১০ বছর, মিটিয়ে ফেলুন বকেয়া! টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:হাতে সময় ৩,৬৫০ দিন, অর্থাৎ ১০ বছর। তার মধ্যেই বকেয়া টাকা মেটাতে হবে টেলিকম সংস্থাগুলিকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

টেলকম সংস্থাগুলির বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর পরিমাণ ১.৬ লক্ষ কোটি টাকা। বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ২০২১ সালের ৩১ মার্চের মধ্যেই দিয়ে দিতে হবে বকেয়ার ১০ শতাংশ। এছাড়া প্রতি বছর ৭ ফেব্রুয়ারির মধ্যেই মেটাতে হবে বার্ষিক কিস্তি।

গত বছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়ে টেলিকম সংস্থাগুলিকে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে টাকা মেটানোর শেষ দিন ছিল ২৪ জানুয়ারি। তারপর টেলিকম সংস্থাগুলি কোর্টের শরণাপন্ন হওয়ায় শেষ  দিন বর্ধিত হয়েছিল ১৭ মার্চ পর্যন্ত। মার্চ মাসেই ডিপার্টমেন্ট অব টেলিকম (DoT) ২০ বছরের সময়সীমা চেয়ে কোর্টের শরণাপন্ন হয়েছিল।

 ২০ বছর না পাওয়া গেলেও মিলল এক দশক। কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচল সংস্থাগুলি। উল্লেখ্য ভোডাফোনের বকেয়া প্রায় ৫০ হাজার কোটি টাকা। ভারতী এয়ারটেলের বকেয়া ৩৫ হাজার ৫৮৬ কোটি টাকা। এছাড়াও বকেয়া রয়েছে এমটিএনএল, বিসিএনএল, রিলায়্যান্স, টাটা কমিউনিকেশনসেরও।

আরও পড়ুন: টানা ৭ ঘণ্টা তল্লাশি; বারামুলায় খোঁজ মিলল একাধিক জঙ্গি আস্তানার, উদ্ধার বিপুল অস্ত্র

.