উইল তৈরির আগেই পিতার মৃত্যু হলে অর্জিত সব সম্পত্তি পাবেন কন্যা: Supreme Court
উইল তৈরির আগেই যদি কোনও পিতার মৃত্যু হয়, তবে বাবার অর্জিত সম্পত্তিতে অধিকার থাকবে মেয়ের (Inheritence Law)। অর্জিত সম্পত্তি পাবেন মেয়ে। রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
নিজস্ব প্রতিবেদন : উইল তৈরির আগেই যদি কোনও পিতার মৃত্যু হয়, তবে বাবার অর্জিত সম্পত্তিতে অধিকার থাকবে মেয়ের (Inheritence Law)। অর্জিত সম্পত্তি পাবেন মেয়ে। রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
দেশের শীর্ষ আদালতের এই রায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত একটি মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার এই রায় দিয়েছে শীর্ষ আদালত। মোট ৫১ পাতার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়েছে যে উইল বা ইচ্ছাপত্র তৈরি করার আগে যদি কোনও হিন্দু পুরুষের মৃত্যুও হয়, তাও সম্পত্তির সমানভাবে বণ্টন হবে।
তাঁর মৃত্যুর পর স্ব-উপার্জিত বা পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবেই বণ্টন হবে। বেঞ্চ আরও জানায় যে, মৃত হিন্দু পুরুষের কন্যা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অন্য আত্মীয়ের আগে।
আরও পড়ুন, অমর জওয়ান জ্যোতি মিশে যাবে জাতীয় ওয়ার মেমোরিয়ালের অনন্ত শিখার সঙ্গে, অনুষ্ঠান শুক্রবার