উধমপুরে জঙ্গি হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক

উধমপুরে জঙ্গি হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করল পুলিস।  ধৃত জঙ্গি নাভেদের বয়ান অনুযায়ী আঁকা স্কেচের সঙ্গে মিল রয়েছে ওই দুই সন্দেহভাজনের। এনআইএ সূত্রে খবর, নাভেদকে জিজ্ঞাসাবাদ করে তার দুই সঙ্গী জরঘান ওরফে মহম্মদ ভাই এবং আবু ঔকাসার নাম জানা গিয়েছিল।

Updated By: Aug 20, 2015, 10:37 AM IST
উধমপুরে জঙ্গি হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক
ছবি-এএনআই।

ওয়েব ডেস্ক: উধমপুরে জঙ্গি হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করল পুলিস।  ধৃত জঙ্গি নাভেদের বয়ান অনুযায়ী আঁকা স্কেচের সঙ্গে মিল রয়েছে ওই দুই সন্দেহভাজনের। এনআইএ সূত্রে খবর, নাভেদকে জিজ্ঞাসাবাদ করে তার দুই সঙ্গী জরঘান ওরফে মহম্মদ ভাই এবং আবু ঔকাসার নাম জানা গিয়েছিল।

এআইএ সূত্রের খবর, মঙ্গলবার সন্দেহভাজন দুজনকে গুজরাতের সোনগড় চেকপোস্ট থেকে আটক করা হয়েছে। সেখানে তাদের মহারাষ্ট্রের সীমা অতিক্রম করার চেষ্টা করতে দেখা গিয়েছিল। নাভেদের কথা মতোই দুই পলাতক জঙ্গির স্কেচ আঁকা হয়েছিল। সেই স্কেচের উপরে ভিত্তি করেই ওই দুজনকে জঙ্গি সন্দেহে আটক করে এনআইএ।

.