তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল থানে

সকালেই তামিলনাড়ুর উত্তর উপকূলে আছড়ে পড়ল বঙ্গোপসাগরে ঘণীভূত ঘূর্ণি ঝড় থানে। আবহাওয়া দফতর জানিয়েছে চেন্নাইয়ের কাছে কুদ্দেলুর এবং নেলোরের মাঝে আছড়ে পড়েছে এই সামুদ্রিক ঝড়। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

Updated By: Dec 30, 2011, 12:08 PM IST

সকালেই তামিলনাড়ুর উত্তর উপকূলে আছড়ে পড়ল বঙ্গোপসাগরে ঘণীভূত ঘূর্ণি ঝড় থানে। আবহাওয়া দফতর জানিয়েছে চেন্নাইয়ের কাছে কুদ্দেলুর এবং নেলোরের মাঝে আছড়ে পড়েছে এই সামুদ্রিক ঝড়। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ফলে ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তামিলনাডুতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে আরও ৮টি উপকূলবর্তী রাজ্যেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাইক্লোন থানের প্রভাবে পুদুচারি, অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসিমা অঞ্চলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরাজ্যেও ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও আকাশও আংশিক মেঘলা থাকবে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। গতকাল রাতে সাইক্লোন থানের অবস্থান ছিল চেন্নাই থেকে আড়াইশো কিলোমিটার পূর্ব থেকে দক্ষিণ-পূর্বে। সেই সঙ্গে পুদুচেরি থেকে ঝড়ের দূরত্ব ছিল ২৭০ কিলোমিটার পূর্বে। থানের প্রভাবে আজ এবং আগামিকাল তামিলনাড়ুর উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এবং রায়ালসিমা অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময় সমুদ্র উত্তাল থাকায়, মত্‍সজীবীদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী নয় রাজ্যের কোস্ট গার্ডদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 

.