Lord Shiva Statue: ৩০,০০০ টন ওজন, ৩৬৯ ফুট উচ্চতা; শনিবার উদ্বোধন সর্বোচ্চ শিব মূর্তির

নাথদ্বারা, যেখানে ভগবান শিবের বিশ্বের সবচেয়ে উঁচু ৩৬৯ ফুটের মূর্তিটি তৈরি করা হয়েছে তা রাজস্থানের উদয়পুর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। এতে তিন হাজার টন ইস্পাত এবং লোহা সঙ্গে আড়াই লাখ ঘন টন কংক্রিট এবং বালি ব্যবহার করা হয়েছে।

Updated By: Oct 29, 2022, 03:36 PM IST
Lord Shiva Statue: ৩০,০০০ টন ওজন, ৩৬৯ ফুট উচ্চতা; শনিবার উদ্বোধন সর্বোচ্চ শিব মূর্তির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার রাজস্থানের রাজসমন্দের নাথদ্বারায় ভগবান শিবের একটি ৩৬৯ ফুট উঁচু মূর্তি 'বিশ্বাস স্বরূপম' উদ্বোধন করা হবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিশ্বের সবচেয়ে উঁচু শিবের মূর্তি উদ্বোধন করবেন। শিবের ৩৬৯ ফুট উঁচু মূর্তিটি তৈরি করেছে তাত পদম সংস্থা। শিবের এই মূর্তির ওজন প্রায় ৩০ হাজার টন। ভগবান শিবের সবচেয়ে উঁচু এই মূর্তির বিশেষত্ব কী? রাজস্থানের রাজসামন্দে ভগবান শিবের একটি ৩৬৯ ফুট উচ্চ মূর্তি তৈরি করেছে তাত পদম সংস্থা। তাদেরর ট্রাস্টি এবং মিরাজ গ্রুপের সভাপতি মদন পালিওয়াল, বলেছেন যে মূর্তিটি উদ্বোধনের পর, ২৯ অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত, সেখানে টানা নয় দিন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় মোরারি বাপু রামকথাও পাঠ করবেন।

৫১ বিঘার পাহাড়ে নির্মিত ভগবান শিবের ৩৬৯ ফুটের মূর্তিটি ধ্যানের ভঙ্গিতে রয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু শিব মূর্তিটির নিজস্ব একটি আলাদা বিশেষত্ব রয়েছে। এই ৩৬৯ ফুট উচ্চ মূর্তিটি বিশ্বের একমাত্র মূর্তি হবে, যেখানে ভক্তদের জন্য একটি লিফট, সিঁড়ি এবং হল তৈরি করা হয়েছে। শিবের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটির চূড়ায় যাওয়ার জন্য এর ভেতরে চারটি লিফট ও তিনটি সিঁড়ি তৈরি করা হয়েছে। মূর্তিটি নির্মাণ করতে সাড়ে চার বছর সময় লেগেছিল এবং ৩০০ জনেরও বেশি কারিগর কঠোর পরিশ্রম করেছিলেন এই মূর্তি তৈরিতে। এতে তিন হাজার টন ইস্পাত এবং লোহা সঙ্গে আড়াই লাখ ঘন টন কংক্রিট এবং বালি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় এবার নজরদারি মোদী সরকারের? বদলে গেল তথ্য-প্রযুক্তি আইন!

এটি উল্লেখযোগ্য বিষয় হল যে নাথদ্বারা, যেখানে ভগবান শিবের বিশ্বের সবচেয়ে উঁচু ৩৬৯ ফুটের মূর্তিটি তৈরি করা হয়েছে তা রাজস্থানের উদয়পুর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ভাস্কর নরেশ কুমাওয়াত বলেন, আমাদের তৃতীয় প্রজন্ম প্রতিমা তৈরির কাজ করছে। প্রায় ৬৫টি দেশে তার কাজ এখনও চলছে। জাপান, কানাডা, আমেরিকা সহ অনেক দেশে ছোট-বড় বিভিন্ন ভাস্কর্য তৈরি করেছে তার প্রতিষ্ঠান। মদন পালিওয়াল তাকে এই মূর্তিটি তৈরি করার জন্য একটি কাঠামো দিয়েছিলেন যেই পদ্ধতিতে মূর্তিটি তৈরি করতে হতো। নরেশ তার প্রত্যাশা পূরণ করেছিলেন। বর্তমানে সারা বিশ্বে এই শিব মূর্তি নিয়ে আলোচনা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.