গয়ায় মাওবাদী হামলায় হত তিন গ্রামবাসী

বিহারের গয়ায় জলসার আসর থেকে তুলে নিয়ে  তিন গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা। পুলিসের অনুমান, পুরনো সঙ্গীকে শায়েস্তা করতেই  মাওবাদীরা গভীর রাতে এই হামলা চালায়। এলাকা ছাড়ার সময় তারা জ্বালিয়ে দেয় পুরনো সঙ্গীর গাড়িটিও। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে চিরুনি তল্লাসি। 

Updated By: Nov 12, 2013, 08:43 AM IST

বিহারের গয়ায় জলসার আসর থেকে তুলে নিয়ে  তিন গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা। পুলিসের অনুমান, পুরনো সঙ্গীকে শায়েস্তা করতেই  মাওবাদীরা গভীর রাতে এই হামলা চালায়। এলাকা ছাড়ার সময় তারা জ্বালিয়ে দেয় পুরনো সঙ্গীর গাড়িটিও। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে চিরুনি তল্লাসি। 
রবিবার গভীর রাতে জলসা চলছিল বিহারের গয়ার আমকোলা গ্রামে। সেই সময়ই ওই জলসায় হানা দেয় মাওবাদীরা। জলসার আসর থেকে তুলে নিয়ে যাওয়া হয় ছয়, সাত জন গ্রামবাসীকে। কিছু দূর নিয়ে গিয়ে গ্রামবাসীদের  সারি দিয়ে দাঁড় করিয়ে  শুরু হয় গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।
 
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহকুমা পুলিস আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে সঞ্জয় যাদব সম্প্রতি মাওবাদীদের সঙ্গ ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার চেষ্টা করছিলেন। মাওবাদীরা সঞ্জয় যাদবকে হত্যা করেই থেমে থাকেনি। তাঁর একটি গাড়িও পুড়িয়ে দেয়। নিয়ে যায় তাঁর কাছে থাকা একটি রাইফেল, পিস্তল ও বেশকিছু কার্তুজ। পুলিসের অনুমান, সঞ্জয় যাদব পুলিসের চর হিসেবে কাজ করছিলেন বলেই সন্দেহ ছিল মাওবাদীদের। মূলত তাঁকে লক্ষ্য করেই  এই হামলা চালায় মাওবাদীরা।
 

.