ভিডিয়ো: ক্লান্ত হয়ে জাতীয় সড়কের ওপরেই ঘুমিয়ে পড়েছিল গণ্ডার, একদিন পর ফিরল বনে
বানের জলে কাজিরাঙার একটি বড় অংশ এখন জলের তলায়
নিজস্ব প্রতিবেদন: ক্লান্ত হয়ে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল তাগড়াই গণ্ডার। শুক্রবার জাতীয় সড়কেরও ওপরে গণ্ডারের ওই কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয় কাজিরাঙা ফরেস্ট এলাকায়। একদিন পর অবশেষে রাস্তা ছাড়ল সেই গন্ডার। ভিডিয়োটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-ইনজেকশনে ভয়! নাকে স্প্রে করেও নেওয়া যাবে করোনা-রোধী কার্যকর ‘নাজাল ভ্যাকসিন’!
Wildlife #management is not always about intervention .. If you really understand the animal ecology and have field knowledge about a specific area, you can deal an issue in far better way..
Well done @kaziranga_
— Surender Mehra IFS (@surenmehra) July 18, 2020
শুক্রবার অসমে ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি গণ্ডারকে শুয়ে থাকতে দেখা যায়। কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ আধিকারিকরা জানান, বাগোরি রেঞ্জের বান্দর ধুবিতে রাস্তার ওপরেই ওই গণ্ডারটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এলাকাটি প্রহরা দিচ্ছিল নওগাঁর পুলিস ও বনকর্মীরা। যানবাহনের যাতায়াত ধীরে করে দেওয়া হয়। গণ্ডারটিকে বনে ফেরত পাঠানোর কাজ চলছে। উল্লেখ্য, বানের জলে কাজিরাঙার একটি বড় অংশ এখন জলের তলায়।
He (Rhino who strayed out) has moved into the Park Territory. He is regaining his strength. Team @kaziranga_ is giving him his natural food. We along with @nagaonpolice are guarding the area for his safety.
Thank you everyone for the support.@CMOfficeAssam @ParimalSuklaba1 pic.twitter.com/9xeCRMdVDf— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) July 19, 2020
আরও পড়ুন-বৃষ্টিতে ফুটো হয়ে গেল কোভিড ওয়ার্ডের ছাদ! বেডে বসেই 'জলপ্রপাত' দেখলেন করোনা রোগীরা
শনিবার কাজিরাঙা রিজার্ভ ফরেস্টের তরফে ঘোষণা করা হয়, গণ্ডারটি সুস্থ রয়েছে। সেটিকে বনকর্মীদের সাহায্যে বনের ভেতরে নিরাপদ জায়গায় ফেরত পাঠানো হয়েছে।