নিশীথের নাগরিকত্ব নিয়ে রাজ্যসভায় এক সুরে সরব TMC-Congress, বিতর্ক ওড়াল সরকারপক্ষ

নিশীথের (Nisith Pramanik)  নাগরিকত্ব নিয়ে তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা (Ripun Bora)। 

Updated By: Jul 19, 2021, 04:39 PM IST
নিশীথের নাগরিকত্ব নিয়ে রাজ্যসভায় এক সুরে সরব TMC-Congress, বিতর্ক ওড়াল সরকারপক্ষ

নিজস্ব প্রতিবেদন: নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাগরিকত্ব ইস্যুতে এবার তোলপাড় সংসদের অধিবেশন। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বিষয়টি তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এনিয়ে আপত্তি তুলেছে সরকারপক্ষ। নাগরিকত্ব নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নিশীথ প্রামাণিক। ফলে বিতর্ক আরও বাড়ছে। প্রশ্ন উঠছে, নানা বিষয়ে মুখ খুললেও নাগরিকত্ব নিয়ে কেন নীরব কোচবিহারের সাংসদ?           

রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বাংলাদেশি।' কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) কথায়,'আমি এই বিষয়ে নোটিস দিয়েছি। আমাদের জানার অধিকার রয়েছে তিনি বাংলাদেশি নাগরিক কিনা।' রাজ্যসভায় হট্টগোল শুরু করেন বিজেপি সাংসদরা। উঠে দাঁড়িয়ে পীযূষ গোয়েল দাবি করেন,'একজন মন্ত্রীকে হেয় করার চেষ্টা হচ্ছে। এটা নিন্দাজনক। সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক।' 

নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাগরিকত্ব নিয়ে সংসদে তৃণমূল যে সরব হবে তা পরে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন। কীভাবে একজন বাংলাদেশি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ডেরেকের (Derek O'Brien) কথায়,'বাংলাদেশের নাগরিক হলে আপনি মন্ত্রী হতে পারেন না। উইকিপিডিয়া উদ্ধৃত করেছেন সুখেন্দুশেখর রায়। তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ রিপুণ বোরা। আমরা এই ইস্যুটা সংসদে তুলব।'

গত সপ্তাহে নিশীথের (Nisith Pramanik) নাগরিকত্ব নিয়ে তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা (Ripun Bora)। চিঠিতে তিনি লিখেছেন,'কোচবিহারের সাংসদের বাড়ি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়। পশ্চিমবঙ্গে কম্পিউটার শিখতে এসেছিলেন। কম্পিউটার প্রশিক্ষণ শেষে তৃণমূলে যোগ দেন। পরে বিজেপির টিকিটে হন কোচবিহারের সাংসদ।' কারসাজি করে কোচবিহারের ঠিকানা নির্বাচনী হলফনামায় নিশীথ দেখিয়েছিলেন বলেও অভিযোগ অসমের কংগ্রেস সভাপতির। তাঁর দাবি, নিশীথ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে তাঁর জন্মভিটেয় গ্রামবাসীরা আনন্দ উদযাপন করেছিলেন। সেখানে এখনও তাঁর বড় ভাই থাকেন। একজন বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলেন। দেশের পক্ষে বিষয়টি গুরুতর। তাঁর জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে সঠিক তথ্য জানতে তদন্ত শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি করেন রিপুন। 

আরও পড়ুন- বাংলার 'খেলা হবে' এবার জাতীয়, লোকসভা ভোটের আগে আসছে হিন্দি সংস্করণ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.